গোলাপ ফুলের অনেক নাম

play icon Listen to this article
0

কি জন্য গোলাপ ফুল ভাল লাগে কেউ বলতে পারবে?

জানি পারবেনা।

কারন তোমরা গোলাপ ফুল ভালবাসনা।

গোলাপ ফুল যদি ভালবাসতে তোমরা হুমড়ি খেয়ে পড়তে।

তোমরা হুমড়ি খেয়ে পড়না,তার মানে তোমরা গোলাপ ফুল ভালবাসনা।

 

গোলাপ ফুল একদিন কেঁদে কেঁদে কয়, আমায় নিয়ে গল্প লিখবে?

আমি একটি গল্প লিখেছিলাম সেটি পৃথিবী বিখ্যাত হয়েছিল।

 

গোলাপ ফুল নিয়ে কথা বলতে গেলে একটি কথাই বলতে হয়, সে হাসে হাজার বার। কেউ যদি তার দিকে একবার তাকাত, সে আবার না তাকিয়ে পারতনা।

 

এইতো সেদিন কলমীলতা হারিয়ে গিয়েছিল। হারিয়ে যাওয়ার আগে সে বলেছিল, গোলাপ ফুল আমার ভালবাসা ছিল।

আমিও গোলাপ ফুল ভালবাসি, আমাকে কে কি দেবে?

 

স্বর্গের অপ্সরীরা ঘুমায়না, স্বর্গের অপ্সরীরা জেগে থাকে। জেগে জেগে শুধু গোলাপ ফুলের কথা ভাবে।

 

স্বর্গে যদি একটি ফুলও না ফুটত গোলাপ ফুল ফুটত। কারন গোলাপ ফুল পৃথিবীর রাজা।

 

মরে যাওয়ার আগে বিস্ময়ী তার দেবরকে বলেছিল, ‘তুমি আমাকে কি দিলে! তুমি যদি আমাকে গোলাপ ফুল দিতে তাহলে আমাদের ভালবাসা অনেক গভীর হত।

 

গোলাপ ফুল দেখলে কখনও না বলা যাবে?  না, বলা যাবেনা।কারন, গোলাপ ফুলকে না বললে তুমি থাকতে পারবেনা।

 

গোলাপ ফুল যদি গোলাপ ফুল না হয়ে অন্য কিছু হত তাহলে কি হত? সবাই হা- হুতাশ  করত।কেউ হা-হুতাশ করেনা, তার মানে গোলাপ ফুল ‘ গোলাপ ফুল ‘

 

গোলাপ ফুল হাস্নাহেনা দেবীকে কি বলেছিল? বলেছিল, আমাকে ভালবাস।সে তাকে ভালবেসেছিল। আজ হাস্নাহেনাদেবী অমর নায়ক।

 

গোলাপ ফুলের নাকের নোলক কেড়ে নিয়েছে কে?  গোলাপ ফুলের নাকের নোলক কেড়ে নিয়েছে কে? গোলাপ ফুলের নাকের নোলক কেড়ে নিয়েছে চৈত্র মাসের চাঁদ। কারন, গোলাপ ফুলের নাকের নোলক না নিলে সে চৈত্র মাসের চাঁদ হতে পারতনা।

 

 

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

রেড শার্ট টি

Author: রেড শার্ট টি

আমার জন্মস্থান চাঁদপুর জেলা।আমার জন্ম তারিখ ০১/০১/১৯৮৪

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বুঝবে তুমি

উত্তাল সাগর ঢেউয়ের মাঝে ক্যামনে দিবো পাড়ি, মরণ ভয়ে —--কাঁপছে শরীর নিঃশ্বাস হচ্ছে ভারি। চারিদিকে আঁধার দেখি নাইরে বাঁচার গতি,

ওগো বিদেশিনী

বিদেশিনী তোমায় বলি কোথায় তুমি থাকো, এমন ভাবে আকুল করে কেন আমায় ডাকো? আমায় তুমি বশ করেছো কোন্ সে মায়ার

অসীম ধ্বনি

আকাশ ছোঁয়া রঙিন স্বপ্ন আছে মনের মাঝে, সেরার মুকুট পরবো জানি আমার কর্ম কাজে। আপন স্বপ্নের অসীম ধ্বনি আসে আমার

জানোয়ার -৫

জানোয়ার যদি জানোয়ার না হয় তাহলে জানোয়ার কে? জানোয়ার কি মানুষ? না, মানুষতো জানোয়ার হতে পারেনা। তাহলে? জানোয়ারই জানোয়ার। সবচেয়ে

Leave a Reply