কি জন্য গোলাপ ফুল ভাল লাগে কেউ বলতে পারবে?
জানি পারবেনা।
কারন তোমরা গোলাপ ফুল ভালবাসনা।
গোলাপ ফুল যদি ভালবাসতে তোমরা হুমড়ি খেয়ে পড়তে।
তোমরা হুমড়ি খেয়ে পড়না,তার মানে তোমরা গোলাপ ফুল ভালবাসনা।
গোলাপ ফুল একদিন কেঁদে কেঁদে কয়, আমায় নিয়ে গল্প লিখবে?
আমি একটি গল্প লিখেছিলাম সেটি পৃথিবী বিখ্যাত হয়েছিল।
গোলাপ ফুল নিয়ে কথা বলতে গেলে একটি কথাই বলতে হয়, সে হাসে হাজার বার। কেউ যদি তার দিকে একবার তাকাত, সে আবার না তাকিয়ে পারতনা।
এইতো সেদিন কলমীলতা হারিয়ে গিয়েছিল। হারিয়ে যাওয়ার আগে সে বলেছিল, গোলাপ ফুল আমার ভালবাসা ছিল।
আমিও গোলাপ ফুল ভালবাসি, আমাকে কে কি দেবে?
স্বর্গের অপ্সরীরা ঘুমায়না, স্বর্গের অপ্সরীরা জেগে থাকে। জেগে জেগে শুধু গোলাপ ফুলের কথা ভাবে।
স্বর্গে যদি একটি ফুলও না ফুটত গোলাপ ফুল ফুটত। কারন গোলাপ ফুল পৃথিবীর রাজা।
মরে যাওয়ার আগে বিস্ময়ী তার দেবরকে বলেছিল, ‘তুমি আমাকে কি দিলে! তুমি যদি আমাকে গোলাপ ফুল দিতে তাহলে আমাদের ভালবাসা অনেক গভীর হত।
গোলাপ ফুল দেখলে কখনও না বলা যাবে? না, বলা যাবেনা।কারন, গোলাপ ফুলকে না বললে তুমি থাকতে পারবেনা।
গোলাপ ফুল যদি গোলাপ ফুল না হয়ে অন্য কিছু হত তাহলে কি হত? সবাই হা- হুতাশ করত।কেউ হা-হুতাশ করেনা, তার মানে গোলাপ ফুল ‘ গোলাপ ফুল ‘
গোলাপ ফুল হাস্নাহেনা দেবীকে কি বলেছিল? বলেছিল, আমাকে ভালবাস।সে তাকে ভালবেসেছিল। আজ হাস্নাহেনাদেবী অমর নায়ক।
গোলাপ ফুলের নাকের নোলক কেড়ে নিয়েছে কে? গোলাপ ফুলের নাকের নোলক কেড়ে নিয়েছে কে? গোলাপ ফুলের নাকের নোলক কেড়ে নিয়েছে চৈত্র মাসের চাঁদ। কারন, গোলাপ ফুলের নাকের নোলক না নিলে সে চৈত্র মাসের চাঁদ হতে পারতনা।
