“তোমার মত সুন্দরী আছে? না, তাইতো পৃথিবী সুন্দর, পৃথিবীর গান সুন্দর, সুন্দর পৃথিবীর দিক্ দর্শন। তুমি কেন এত সুন্দর? তোমাকে দেখলে কেন মনে হয় ফুল হাসছে? তুমি আমাকে ভালবাস এজন্য? হ্যাঁ এজন্য।তুমি চিরদিন এমন করে আমাকে ভালবেসো, কোনদিন পর হইওনা।” ” আমি একদিন না একদিন পর হয়েই যাব।” “তাহলে তুমি কেন আমাকে ভালবাসলে? কেন আমাকে দূর দিনের আশা দেখালে? তুমি আর কোনদিন আমাকে ভালবেসোনা।” আমি ভাল না বাসলে তুমি বাঁচবে কি করে?” “তাহলে কেন বললে, একদিন না একদিন পর হয়ে যাবে?” “ওটাতো এমনিতেই বলেছি।” “তাহলে বল, ওরকম কথা আর বলবেনা।” “হ্যাঁ বলবনা।”এতক্ষণে তুমি আমার ভালবাসার মানুষের মত কথা বললে। বল, এই ভালবাসা এতদিন কোথায় রেখেছিলে? রেখেছিলাম আমার সিন্ধুকের তিন হাত গভীরে। “সেখানে আর কি আছে?” “আর কিছু নেই।” সেখানে আরো কিছু রাখা দরকার ছিল ! ” “আরো কিছু রাখলে তুমি কি করতে?” “আমি ভাল করে হাতড়িয়ে বেড়াতাম, দেখতাম সবচেয়ে সুন্দর জিনিসটি আমার হয় কিনা।”
