0
তোমাকে প্রথম কবে দেখেছি মনে নেই। শুধু মনে পড়ে তুমি একটি ফুল হাতে দাঁড়িয়ে ছিলে।আজও কি তোমার হাতে সেই ফুল’ আছে? থাকলে আমি দেখতে যাব। দেখব সেটি কত সুন্দর? সেটি যদি আকাশের তারার মত সুন্দর হয় আমার কিছু বলার থাকবেনা। শুধু বলব, এ ফুলের জন্যইতো আমি জন্ম নিয়েছি।
তোমার হাতে ফুল থাকবে- এটাতো আমার সাধনা। তুমি চিরদিন আমাকে এ সাধনা করতে দিও।এ সাধনার মৃত্যু হলে আমিও যে মরে যাব। তুমি শুধু বোলো, সে এ সাধনার জন্য জন্ম নিয়েছে এ সাধনাই যেন তার মরন হয়।তবেই আমার আত্মা শান্তি পাবে।
আরো পড়ুন-
- আয়হান নামের অর্থ কি?
- মন্ত্রী কাকে বলে?
- প্রবন্ধ লেখার নিয়ম
- স্যামন মাছ খেতে কেমন?
- পারিবারিক জীবিকা কাকে বলে?

0
অসাধারণ