চমকপ্রদ তথ্য

পারিবারিক জীবিকা কাকে বলে?

জীবিকা বলতে এমন এক ধরনের কাজকে বোঝানো হয় যার উপর নির্ভর করে আমাদের জীবন চলে। আমাদের জীবন চলে জীবিকার উপরেই। জীবিকা ছাড়া জীবন চালানো সম্ভব না, বেচে থাকা তো দূরেই থাক। জীবিকার কিছু প্রচলিত সমার্থক শব্দ হচ্ছে পেশা, নির্বাহ, বৃত্তি ইত্যাদি।

যেমন, আমরা কোনো প্রতিষ্ঠানে করি। চাকরি করার জন্য প্রতিষ্ঠান আমাদের অর্থ প্রদান করে। এই অর্থ দিয়েই আমাদের খাওয়া দাওয়া, বাসস্থান, পরিবহন, বিনোদন ইত্যাদি চাহিদা মিটিয়ে থাকি। চাকরি করাটাই একটি জীবিকা বা পেশা। কিন্তু প্রশ্ন হচ্ছে, পারিবারিক জীবিকা কাকে বলে?

বাংলা শব্দের অর্থ

পারিবারিক জীবিকা

পারিবারিক জীবিকা হচ্ছে এমন একটি জীবিকা যেখানে পরিবারের প্রত্যেকটি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে থাকে এবং পরিবারের প্রত্যেকটি সদসসের উপার্জন ক্ষমতার সক্ষম হয়।

পারিবারিক উপার্জনের সবচেয়ে বড় একটি উদাহরণ হচ্ছে কৃষিকাজ। বাংলাদেশের বেশিরভাগ মানুষের কৃষিকাজের সাথে সম্পর্কযুক্ত। কৃষিকাজে পরিবারের প্রত্যেকটা সদস্যই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংযুক্ত।

কৃষি একটি প্রাচীন পেশা। কৃষি একটি সামষ্টিক পেশা, এখানে এক বা দুইজন মিলে নয়, বরং অনেকজন সংযুক্ত থাকে। কৃষিকে পারিবারিক জীবিকা বলার কারণ হচ্ছে যে পরিবারের প্রত্যেকটি সদস্য জীবিকা কৃষি নির্ধারণ করে দেয়।

বাংলাদেশের প্রায় দুই তৃতীয়াংশ মানুষই কৃষি পেশার উপর নির্ভরশীল। বিশেষ করে গ্রামে গঞ্জে প্রায় প্রত্যেকটি পরিবারের জীবিকার প্রধান উৎসই কৃষি। তাইতো বাংলাদেশকে একটি কৃষি নির্ভর বলা হয়।

 

আরো পড়ুন–