0
তুমি আমার কত আপন তা তুমি জান? জানি, তুমি জাননা।তাইতো তুমি আমার আপন নও।তুমি যদি আমার আপন হতে চাঁদ দেখতে, সূর্য দেখতে, লাল তারা দেখতে; এমন কিছু নাই যা তুমি দেখতেনা।তখন তোমার মনে হত, আমিই পৃথিবীর ঈশ্বর ; তুমি হতে ঈশ্বরের অধিপতি ; তোমার উপর কেউ কথা বলার কথা ভাবতনা।আজ তুমি আমার নয়, আজ তুমি কিছু নয়।কবে তুমি আমার হবে, কবে তুমি কিছু হবে? তুমি কিছু না হলে যে আমার আমাকে আমার কিছু মনে হয়না।
এবার বল কোন পাখির গান শুনতে চাও? তুমি যদি লাল শালিকের গান শুনতে চাও লাল শালিকের গান শুনাব শুধু বল তুমি আমার হবে কিনা।
0