যখন আমি তোমার দিকে তাকাই তখন আমার কি মন চায়? সারাক্ষণ তোমার দিকেই তাকিয়ে থাকি।তোমাকে ছাড়া আমার কিছুই ভাল লাগেনা। সারাক্ষণ তোমাকে নিয়ে ব্যস্ত থাকি।তুমি যদি একটি ফুল হতে আমি বুকে নিয়ে আদর করতাম, তোমাকে সুখ-দুখের কথা বলতাম, তোমাকে নিয়ে হারিয়ে যেতাম এমন এক দেশে যেথায় আর কেউ নেই। আজ তুমি ফুল নয় আজ আমি কি করি?
তুমি আমাকে বল তুমি কোনদিন শিউলি ফুল ছিলে কিনা।যদি কোনদিন তুমি শিউলি ফুল থেকে থাক তাহলে আমি সেটা বুকে নিয়ে আদর করব,তাকে সুখ-দুখের কথা শোনাব, তাকে নিয়ে হারিয়ে যাব সেই দেশে যেই দেশে আর কেউ নেই।
এখন বল শিউলি ফুল হলেনা কেন? ও বুঝেছি তোমার চোখের বাম চাহনি একটু বাঁকা।তুমি বাম চাহনি একটু সোজা করে নিলেই তো হয়।তুমি যখন ঘুমাতে যাবে তার আগে কিছুক্ষণ বাম চাহনীতে তিলক আঁকবে।তাহলেই দেখবে তোমার চোখের বাম চাহনি সোজা হয়ে গেছে।
তুমি এসব নিয়ে একদম ভেবোনা। তুমি সারাক্ষণ বনলতা সেনের গান গাইবে, যে অনেক সুন্দর ছিল। তাকে বলবে, তুমি সুন্দর তাই আমিও সুন্দর। তোমাকে কেউ না বললে তুমি তাকে হাঁ বলে দিবে। বলবে, হাঁ বলাই আমার কাজ।তোমাকে যদি কেউ বলে, তুমি কি একটু এখানে আসবে? তুমি বলবে, আমি না এসে কি পারি?
এই যে তোমাকে নিয়ে এত কথা এসব নিয়েও তোমার ভাবার দরকার নেই। তুমি শুধু ভাববে, আমি চাঁদ দেখতে ভালবাসি, চাঁদ আমার রাতের প্রহরী, চাঁদ ছাড়া একটি রাতও আমার রাত মনে হয়না।
এই যে তোমাকে নিয়ে এত গল্প এর কারন কি? তুমি মনে হয় কোন এক রাতে মোনালিসার সঙ্গী ছিলে যে রাতে লিওনার্দো তার ছবি এঁকেছিল।