1
তোমাদের শহর
জোবায়ের হোসাইন সাকিব
তোমাদের শহরে হাজারো স্বপ্ন এখন ঘুমিয়ে
কেউ গোঁফে তেল সাটে,কেউ খেটে মরে।
হাটে-বাজারে অসুস্থ প্রতিযোগিতা প্রতিক্ষণে,
ঠাঁই পেয়ে যাবে দেখো এ অদ্ভুত শহর শয়তান মনে।
তোমাদের শহরের রাস্তায় একদিন বের হবে
হাতে একটা কলম আর একটা খাতা নিয়ে
মানুষ খুঁজে পাবে সামান্য এপাশে-ওপাশে
মাঠেঘাটে, পথে-প্রান্তরে ছেয়েছে অমানুষে।
গান গায় বনের পক্ষী – সুখের গান ধরে গলাতে
তবু কেন আঘাত বুক বরাবর ক্ষত চিহ্নে
মনে হচ্ছে তবে তা গান নহে
কেউ কাঁদছে ঘন তমসায় দাঁড়িয়ে
আর এভাবেই লুটপাট হচ্ছে কৃষকের স্বপ্ন তোমাদের শহরে।
আরো পড়ুন-
- আইয়ান নামের অর্থ কি?
- ইউটিউব চ্যানেলের নাম নির্বাচন
- কোয়ান্টাম কি?
- চন্ডাল শব্দের অর্থ কি?
- বেলের উপকারিতা

1