0
বার বার আমি ফিরে যেতে চাই তোমার সেই শহরে!
যেই শহরে আমরা থাকব যেথায় হেঁসে।
যেই শহরের মাটিতে আমাদের জড়িয়ে থাকবে স্মৃতি!
ভুলে যাবে কি তখন তুমি সেই শহরে সব রীতি।
সেই শহরের জন্য আমরা হবো শহজাহান মমতাজ।,
সেই শহরকে আপন করে,
করবো আমরা বাস।
সেই শহরের ফুলের গন্ধে মন হারিয়ে যাবে!
সেই শহরে বার বার এ মন ফিরে যেতে চাবে।
সেই শহরে কাটাবো আমরা সোনালী সময়বেলা!
সুখ দুঃখ ভাগ করে করবো আমরা খেলা।
আরো পড়ুন-
0
ভালো লিখেছেন কবি