তোমার সেই শহর

play icon Listen to this article
0

বার বার আমি ফিরে যেতে চাই তোমার সেই শহরে!
যেই শহরে আমরা থাকব যেথায় হেঁসে।

যেই শহরের মাটিতে আমাদের জড়িয়ে থাকবে স্মৃতি!
ভুলে যাবে কি তখন তুমি সেই শহরে সব রীতি।

সেই শহরের জন্য আমরা হবো শহজাহান মমতাজ।,
সেই শহরকে আপন করে,
করবো আমরা বাস।

সেই শহরের ফুলের গন্ধে মন হারিয়ে যাবে!
সেই শহরে বার বার এ মন ফিরে যেতে চাবে।

সেই শহরে কাটাবো আমরা সোনালী সময়বেলা!
সুখ দুঃখ ভাগ করে করবো আমরা খেলা।

আরো পড়ুন-

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

Muhitul Islam

Author: Muhitul Islam

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

মরে গেছি – ৪

জন্মও নিয়েছি তোমার জন্য মরবও তোমার জন্য। অথচ সেই তুমি আমার নয়। আজ আমার কি করতে ইচ্ছে হয়?মরে যেতে ইচ্ছে

তুমি আমার – ৯

তুমিও আমার , আমিও তোমার। অথচ কে যেন আমার নয়?  সে জনা কে? সে জনা হল, তুমি আমার। তুমি আমার

কবিতা

ঘন্টার পর ঘন্টা কবিতা লিখি। অথচ আজ আমি একটাও কবিতা লিখিনি।কেন? কবিতা লিখতে আমার ভাল লাগেনা।এমন কবিতার জন্ম কেন হল?

চোখে চোখে

চোখে চোখে চোখ রাখলে কি হয়? চোখে চোখে চোখ রাখলে চোখে চোখ থাকেনা।সে চোখ কোথায় যেন হারিয়ে  যায়। আজ আমার

Leave a Reply