তোমার সেই শহর

0

বার বার আমি ফিরে যেতে চাই তোমার সেই শহরে!
যেই শহরে আমরা থাকব যেথায় হেঁসে।

যেই শহরের মাটিতে আমাদের জড়িয়ে থাকবে স্মৃতি!
ভুলে যাবে কি তখন তুমি সেই শহরে সব রীতি।

সেই শহরের জন্য আমরা হবো শহজাহান মমতাজ।,
সেই শহরকে আপন করে,
করবো আমরা বাস।

সেই শহরের ফুলের গন্ধে মন হারিয়ে যাবে!
সেই শহরে বার বার এ মন ফিরে যেতে চাবে।

সেই শহরে কাটাবো আমরা সোনালী সময়বেলা!
সুখ দুঃখ ভাগ করে করবো আমরা খেলা।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Muhitul Islam

Author: Muhitul Islam

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

রিলেশন আফছানা খানম অথৈ

রিলেশন আফছানা খানম অথৈ আজকাল রিলেশন করাটা ফ্যাশনেরুপ নিয়েছে।আজকে আমরা আলোচনা করব কিভাবে বিবাহিতা বয়স্ক পুরুষেরা রিলেশনে জড়াচ্ছে। আজকাল আমরা

বাংলার বল

মাটি মানুষ--সুন্দরবন সাগর -নদী জল, আগমনি জেনে রেখো এটা বাংলার বল। দিক -দিগন্ত উড়াল দিবে পাবে নাকো ভয়, লড়াই করবে

আগষ্টের ওই পাঁচ

  বিজয় পেতে ঝরে গেলো অযুত তাজা প্রাণ, বিনিময়ে —পেলো জাতি স্বাধীনতার মান। ৭১’এর বিজয় এনে দিলো একটা স্বাধীন দেশ,

গোলামির দিন শেষ

আমরা সবাই দেশের জন্য ঐক্যবদ্ধ রবো, দেশের ভূমি রক্ষা করতে শহীদ মোরা হবো। বাঁচার মতো বাঁচতে মোরা স্বাধীন করি দেশ,

One Reply to “তোমার সেই শহর”

Leave a Reply