তোমার সেই শহর

0

বার বার আমি ফিরে যেতে চাই তোমার সেই শহরে!
যেই শহরে আমরা থাকব যেথায় হেঁসে।

যেই শহরের মাটিতে আমাদের জড়িয়ে থাকবে স্মৃতি!
ভুলে যাবে কি তখন তুমি সেই শহরে সব রীতি।

সেই শহরের জন্য আমরা হবো শহজাহান মমতাজ।,
সেই শহরকে আপন করে,
করবো আমরা বাস।

সেই শহরের ফুলের গন্ধে মন হারিয়ে যাবে!
সেই শহরে বার বার এ মন ফিরে যেতে চাবে।

সেই শহরে কাটাবো আমরা সোনালী সময়বেলা!
সুখ দুঃখ ভাগ করে করবো আমরা খেলা।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Muhitul Islam

Author: Muhitul Islam

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

Chess:The board set up

Characters name: অনন্য (age 16) চঞ্চল (অনন্য র চাচা & মোসারফ র ভাই) মোসারফ করিম(অনন্য's father) রোহান(age 18) Story: কাহিনি

ঘৃণা (৬)

যদি ভালবাসা চাও ভালবাসা পাবে যদি ঘৃণা চাও ঘৃণা পাবে। কোনটা নেবে সে তোমার ইচ্ছা। আমাকে ঘৃণাই দাও। কেন? আমি

গরিবের স্বপ্ন

লেখক: ফ্র্রিল্যান্সার ওয়াহিদ। গরিবের ঘরে জন্ম নিয়েছি, তাই কি আমায় হারতে হবে? স্বপ্নগুলো পুড়বে আগুনে, কাঁদবে মন দিনরাতে রবে? বড়লোকেরা

আছিয়া হত্যার বিচার চাই

আছিয়া হত্যার বিচার চাই 🖋️অপ্রিয় লেখক তানভির🌹 আছিয়ার চোখে ছিলো যে আলো, নিষ্ঠুর হাতে জীবন শেষ হলো। স্বপ্ন ভাঙে নির্দয়

One Reply to “তোমার সেই শহর”

Leave a Reply