তোমার সেই শহর

0

বার বার আমি ফিরে যেতে চাই তোমার সেই শহরে!
যেই শহরে আমরা থাকব যেথায় হেঁসে।

যেই শহরের মাটিতে আমাদের জড়িয়ে থাকবে স্মৃতি!
ভুলে যাবে কি তখন তুমি সেই শহরে সব রীতি।

সেই শহরের জন্য আমরা হবো শহজাহান মমতাজ।,
সেই শহরকে আপন করে,
করবো আমরা বাস।

সেই শহরের ফুলের গন্ধে মন হারিয়ে যাবে!
সেই শহরে বার বার এ মন ফিরে যেতে চাবে।

সেই শহরে কাটাবো আমরা সোনালী সময়বেলা!
সুখ দুঃখ ভাগ করে করবো আমরা খেলা।

 


আরো পড়ুন-


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

Muhitul Islam

Author: Muhitul Islam

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ইচ্ছে আমার

ইচ্ছে আমার মোঃ রুহুল আমিন ইচ্ছে আমার বেঁচে থাকার মনেতে সেই আশা, রাখবে জানি বাঁচিয়ে মোর বাংলা মায়ের ভাষা। থাকবো

কিনবে বধূ শাড়ি

কিনবে বধূ শাড়ি মোঃ রুহুল আমিন সোনালী ধান ঘরে তুলতে কৃষক কাটে ধান, খুশির হাঁসি—-মুখে নিয়ে গাহে কৃষক গান ধান

উপন্যাস পর্ব এক মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ

উপন্যাস পর্ব "এক" মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ আসছে ১লা বৈশাখ শুভ নববর্ষ।চারদিকে নতুন বছরের আমেজ ফুটে

দগ্ধ ধোঁয়ার ছাই

সাজ গোছেতে পরিপাটি সবার চোখে ভাই, ভেতর পোড়ে আগ্নেয়গিরি দগ্ধ ধোঁয়ার ছাই। ভেতর মাঝে অনল দহন জানে পোড়া মন, আপন

One Reply to “তোমার সেই শহর”

Leave a Reply