0
সাজ গোছেতে পরিপাটি
সবার চোখে ভাই,
ভেতর পোড়ে আগ্নেয়গিরি
দগ্ধ ধোঁয়ার ছাই।
ভেতর মাঝে অনল দহন
জানে পোড়া মন,
আপন নীড়ে অচিন পাখি
উজাড় করে বন!
অচিন পাখি মুক্ত স্বাধীন
খাঁচার ভেতর নাই,
পাইনা দেখা ভেতর মাঝে
যতোই তারে চাই।
আপন ভেবে পোষ মানাতে
কোন্ কমতি নেই,
কার ডাকেতে উড়াল দিলো
দিন শেষেতে সেই।
তার ভাবনায় দুখ সাগরে
পাগল পারা হই,
মন মন্দিরে তার বসত যে
কেমনে তারে কই।
0