দুঃখ

1

আমি দুঃখকে চেনার আগে
দুঃখ আমার ঘরে আসন পেতে বসে থাকে,
আমি ভালোবাসার ছায়ায় আশ্রয় খুঁজতে চাইলে
যত্নের বদলে পেতে থাকি অবহেলা।
অতঃপর
তুমি শুধু বলে গেলে
আমি চুপ হয়ে রইলাম,
অথচ কী সাংঘাতিক ব্যথাবাহী এই চুপ থাকা!
আড়ালেই থাকলো, তুমি দেখলে না।

-মায়া


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

1

Afsana Hussain

Author: Afsana Hussain

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

সোনার ছেলে চাই

সোনার ছেলে হবার জন্য চলো স্কুলে যাই, সবার আগে সোনার ছেলে হতে আমি চাই। লেখাপড়া শিখলে সেতো সোনার ছেলে হবে,

উপন্যাস মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ

উপন্যাস পর্ব "দুই" মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ শান্তার বাবার নাম মইন আহমেদ।বিরাট বড় লোক ও বিশিষ্ট

ইচ্ছে আমার

ইচ্ছে আমার মোঃ রুহুল আমিন ইচ্ছে আমার বেঁচে থাকার মনেতে সেই আশা, রাখবে জানি বাঁচিয়ে মোর বাংলা মায়ের ভাষা। থাকবো

কিনবে বধূ শাড়ি

কিনবে বধূ শাড়ি মোঃ রুহুল আমিন সোনালী ধান ঘরে তুলতে কৃষক কাটে ধান, খুশির হাঁসি—-মুখে নিয়ে গাহে কৃষক গান ধান

One Reply to “দুঃখ”

Leave a Reply