দুঃখ

play icon Listen to this article
1

আমি দুঃখকে চেনার আগে
দুঃখ আমার ঘরে আসন পেতে বসে থাকে,
আমি ভালোবাসার ছায়ায় আশ্রয় খুঁজতে চাইলে
যত্নের বদলে পেতে থাকি অবহেলা।
অতঃপর
তুমি শুধু বলে গেলে
আমি চুপ হয়ে রইলাম,
অথচ কী সাংঘাতিক ব্যথাবাহী এই চুপ থাকা!
আড়ালেই থাকলো, তুমি দেখলে না।

-মায়া

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

1

Afsana Hussain

Author: Afsana Hussain

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বুঝবে তুমি

উত্তাল সাগর ঢেউয়ের মাঝে ক্যামনে দিবো পাড়ি, মরণ ভয়ে —--কাঁপছে শরীর নিঃশ্বাস হচ্ছে ভারি। চারিদিকে আঁধার দেখি নাইরে বাঁচার গতি,

ওগো বিদেশিনী

বিদেশিনী তোমায় বলি কোথায় তুমি থাকো, এমন ভাবে আকুল করে কেন আমায় ডাকো? আমায় তুমি বশ করেছো কোন্ সে মায়ার

অসীম ধ্বনি

আকাশ ছোঁয়া রঙিন স্বপ্ন আছে মনের মাঝে, সেরার মুকুট পরবো জানি আমার কর্ম কাজে। আপন স্বপ্নের অসীম ধ্বনি আসে আমার

জানোয়ার -৫

জানোয়ার যদি জানোয়ার না হয় তাহলে জানোয়ার কে? জানোয়ার কি মানুষ? না, মানুষতো জানোয়ার হতে পারেনা। তাহলে? জানোয়ারই জানোয়ার। সবচেয়ে

One Reply to “দুঃখ”

Leave a Reply