1
আমি দুঃখকে চেনার আগে
দুঃখ আমার ঘরে আসন পেতে বসে থাকে,
আমি ভালোবাসার ছায়ায় আশ্রয় খুঁজতে চাইলে
যত্নের বদলে পেতে থাকি অবহেলা।
অতঃপর
তুমি শুধু বলে গেলে
আমি চুপ হয়ে রইলাম,
অথচ কী সাংঘাতিক ব্যথাবাহী এই চুপ থাকা!
আড়ালেই থাকলো, তুমি দেখলে না।
-মায়া

1
❤️