0
বন- বনানীর রুপের মায়ায়
গাছ গাছালি ঘেরা,
প্রাকৃতিক রূপ নিয়ে মোদের
সাতক্ষীরা যে সেরা।
যখন বসে ——ঐতিহ্যময়
গুড় পুকুরের মেলা,
আলোক সজ্জায় দৃষ্টিনন্দন
রয় সাতক্ষীরা জেলা।
প্রাচীন কালের মোঘল আমল
থেকে মেলা চলে,
মেলা নিয়ে—-জনশ্রুতি
নানান কথা বলে।
এই জেলায় যে বিশ্বের থেকেই
পর্যটক গণ আসে,
সুন্দরবন এক নজর দেখার
স্বপ্ন চোখে ভাসে।
প্রাকৃতিক ওই সৌন্দর্যের রূপ
যেনো পড়ছে ঝরে,
সুন্দরবনের— রূপের উদ্যান
দেখলে মনটা ভরে।
বনের মধ্যে নানান জাতের
প্রাণীর আনাগোনা,
রয়েল বেঙ্গল টাইগারের ওই
গর্জন যায় যে শোনা।
ঝড়ের তুফান আছড়ে পড়ে
সুন্দরবনের অঙ্গে,
সুন্দরবন কে রক্ষার আওয়াজ
উঠুক একই সঙ্গে।
রূপের শোভা চারণভূমি
রক্ষা করতে হবে,
ভয়াবহ —-দূর্যোগ থেকে
রক্ষা পাবো তবে।
বিশাল সম্পদ সুন্দরবন ওই
দক্ষিণ বঙ্গের শোভা,
বাংলাদেশের —গর্ব এ যে
লাগে মনোলোভা।
আরো পড়ুন-

0