দৃষ্টিনন্দন জেলা

0

বন- বনানীর রুপের মায়ায়
গাছ গাছালি ঘেরা,
প্রাকৃতিক রূপ নিয়ে মোদের
সাতক্ষীরা যে সেরা।

যখন বসে ——ঐতিহ্যময়
গুড় পুকুরের মেলা,
আলোক সজ্জায় দৃষ্টিনন্দন
রয় সাতক্ষীরা জেলা।

প্রাচীন কালের মোঘল আমল
থেকে মেলা চলে,
মেলা নিয়ে—-জনশ্রুতি
নানান কথা বলে।

এই জেলায় যে বিশ্বের থেকেই
পর্যটক গণ আসে,
সুন্দরবন এক নজর দেখার
স্বপ্ন চোখে ভাসে।

প্রাকৃতিক ওই সৌন্দর্যের রূপ
যেনো পড়ছে ঝরে,
সুন্দরবনের— রূপের উদ্যান
দেখলে মনটা ভরে।

বনের মধ্যে নানান জাতের
প্রাণীর আনাগোনা,
রয়েল বেঙ্গল টাইগারের ওই
গর্জন যায় যে শোনা।

ঝড়ের তুফান আছড়ে পড়ে
সুন্দরবনের অঙ্গে,
সুন্দরবন কে রক্ষার আওয়াজ
উঠুক একই সঙ্গে।

রূপের শোভা চারণভূমি
রক্ষা করতে হবে,
ভয়াবহ —-দূর্যোগ থেকে
রক্ষা পাবো তবে।

বিশাল সম্পদ সুন্দরবন ওই
দক্ষিণ বঙ্গের শোভা,
বাংলাদেশের —গর্ব এ যে
লাগে মনোলোভা।

 


আরো পড়ুন-


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

সোনার ছেলে চাই

সোনার ছেলে হবার জন্য চলো স্কুলে যাই, সবার আগে সোনার ছেলে হতে আমি চাই। লেখাপড়া শিখলে সেতো সোনার ছেলে হবে,

উপন্যাস মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ

উপন্যাস পর্ব "দুই" মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ শান্তার বাবার নাম মইন আহমেদ।বিরাট বড় লোক ও বিশিষ্ট

ইচ্ছে আমার

ইচ্ছে আমার মোঃ রুহুল আমিন ইচ্ছে আমার বেঁচে থাকার মনেতে সেই আশা, রাখবে জানি বাঁচিয়ে মোর বাংলা মায়ের ভাষা। থাকবো

কিনবে বধূ শাড়ি

কিনবে বধূ শাড়ি মোঃ রুহুল আমিন সোনালী ধান ঘরে তুলতে কৃষক কাটে ধান, খুশির হাঁসি—-মুখে নিয়ে গাহে কৃষক গান ধান

Leave a Reply