দেখা হবে এক আকাশের নীচে

play icon Listen to this article
0

 

একলা আকাশ থমকে আছে যে
তোমার চোখের নীলাভ-সাদা ঘেঁষে
আমার আঁখি খুঁজে তারার মেলা
দেখা হবে এক আকাশের নিচে।

তোমার মাঝে খুঁজি চাঁদের আলো
আমাবস্যায় হইয়ো আমার চাঁদ
দু’জন মিলে সাক্ষী হবো তারার
গল্প গানে উঠবে মেতে ছাঁদ।

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

Muhitul Islam

Author: Muhitul Islam

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ধনী

গরীবের কাছে ধনীর প্রশ্ন ছিল, তুমি কেন আমাকে এত ভালবাস? গরীব বলল, তুমি ধনী তাই। আমি বললাম, আমাকে কিছু ধন

ভাঙরে প্রাচির্

ওহে অরুণ এগিয়ে যাও দুর্বার গতি বেগে, থাকবে কেনো ঘুমিয়ে আজ ওঠো এবার জেগে। কন্ঠের ধ্বনি দাও ছড়িয়ে নব প্রভাত

শোক- ২

আজ কি হয়েছে? একটি লোক মারা গেছে। কাল কি হয়েছে? দুটি লোক মারা গিয়েছে। পরশু কি হয়েছে? চারটি লোক মারা

তোমার পায়ের নূপুর হবো

তোমার পায়ের নূপুর হবো দুলবো পায়ে দিবস যামী। তোমার চলায় তুলব ধ্বণি ঝিনিকঝিনি ঝিনিকঝিনি ঝুমঝুম। আমায় রাখবে যখন তোমার পায়ে

2 Replies to “দেখা হবে এক আকাশের নীচে”

Leave a Reply