0
একলা আকাশ থমকে আছে যে
তোমার চোখের নীলাভ-সাদা ঘেঁষে
আমার আঁখি খুঁজে তারার মেলা
দেখা হবে এক আকাশের নিচে।
তোমার মাঝে খুঁজি চাঁদের আলো
আমাবস্যায় হইয়ো আমার চাঁদ
দু’জন মিলে সাক্ষী হবো তারার
গল্প গানে উঠবে মেতে ছাঁদ।
0
একলা আকাশ থমকে আছে যে
তোমার চোখের নীলাভ-সাদা ঘেঁষে
আমার আঁখি খুঁজে তারার মেলা
দেখা হবে এক আকাশের নিচে।
তোমার মাঝে খুঁজি চাঁদের আলো
আমাবস্যায় হইয়ো আমার চাঁদ
দু’জন মিলে সাক্ষী হবো তারার
গল্প গানে উঠবে মেতে ছাঁদ।
You must be logged in to post a comment.
অমায়িক কবিতা। বিশেষ করে শেষের চারটি লাইন মনকে টানে আপনার এই লেখার প্রতি।শুভকামনা অবিরাম❤️
সুন্দর লিখেছেন ভাইয়া
ভালো লিখেছেন