0
দেশের খোকা কোথায় আছে
খোকা গুলো জানে.
আসবে খোকা দেশের জন্যে
দেশের মায়া টানে।
দেশের খোকা দেশে আসবে
দেশের জন্যে আজ,
বিশ্বমানের দেশটা গড়বে
দেশ উন্নয়নে আজ।
খোকার দ্বারা দেশটা হবে
বিশ্বমানের দেশ,
দারিদ্র্যতা ঘুচবে সেদিন
সবাই রবো বেশ।
দেশ উন্নয়নে সুযোগ আজি
খোকা গুলো আয়,
দেশকে আজি এগিয়ে নাও
দেশ মাতা যে চায়।
দেশের সুরে গাইবে খোকা
বিশ্ব মঞ্চে গান,
দেশের খোকা দেশের গর্বে
পাবে সেরার মান।
দেশের হয়ে দেখবে খোকা
বিশ্ব টাকে ঘুরে,
হীরার খোঁজে দেশ দেশান্ত
যাবেই বহু দূরে।

0