0
আমরা গরিব মানুষ গুলোর
ঈদের খুশি নাই,
মোদের কথা ভেবেই দেখার
সেই মানুষটি চাই।
নতুন পোশাক কেনার কথা
নাইবা দিলাম বাদ,
মনটা খুশি থাকবে তখন
পেলে পায়েস স্বাদ।
ঈদের দিনেই ধনীর বাড়ি
থাকে পায়েস ঘ্রান,
খাবার আশে কাঁদে খোকন
ছিঁড়ে যায় মোর প্রাণ।
অভাব মোদের নিত্য সঙ্গী
হয়না খুশির ঈদ,
নতুন পোশাক কেনার জন্য
ধরে খোকন জিদ।
ধনী পড়শি….. আছেন যারা
নিতো যদি খোঁজ,
মিষ্টি পায়েস …মোদের ঘরে
হইতো ঈদে ভোজ।
রোজার শেষে গগন পানে
উঠে ঈদের চাঁদ,
ঈদের খুশি মিলন মেলায়
ধনী গরিব কাঁধ।
ঈদের খুশির মিলন মেলায়
দেখবো ঈদের সাজ,
ধনী গরীব এক কাতারে
ঈদের মাঠে আজ।
আরো পড়ুন-
0