ধনী পড়শি চাই

0

আমরা গরিব মানুষ গুলোর
ঈদের খুশি নাই,
মোদের কথা ভেবেই দেখার
সেই মানুষটি চাই।

নতুন পোশাক কেনার কথা
নাইবা দিলাম বাদ,
মনটা খুশি থাকবে তখন
পেলে পায়েস স্বাদ।

ঈদের দিনেই ধনীর বাড়ি
থাকে পায়েস ঘ্রান,
খাবার আশে কাঁদে খোকন
ছিঁড়ে যায় মোর প্রাণ।

অভাব মোদের নিত্য সঙ্গী
হয়না খুশির ঈদ,
নতুন পোশাক কেনার জন্য
ধরে খোকন জিদ।

ধনী পড়শি….. আছেন যারা
নিতো যদি খোঁজ,
মিষ্টি পায়েস …মোদের ঘরে
হইতো ঈদে ভোজ।

রোজার শেষে গগন পানে
উঠে ঈদের চাঁদ,
ঈদের খুশি মিলন মেলায়
ধনী গরিব কাঁধ।

ঈদের খুশির মিলন মেলায়
দেখবো ঈদের সাজ,
ধনী গরীব এক কাতারে
ঈদের মাঠে আজ।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

Chess:The board set up

Characters name: অনন্য (age 16) চঞ্চল (অনন্য র চাচা & মোসারফ র ভাই) মোসারফ করিম(অনন্য's father) রোহান(age 18) Story: কাহিনি

মৃত্যুঞ্জয়ী

কবির কাব্য সোচ্চার ছিল পেতে স্বাধীন ভাষা, মায়ের ভাষা সম্মান দিবে প্রাণে ছিলো আশা। একুশের ওই ভাষার জন্যে কলম উঠে

তরুণ যুবার দল

শহর গাঁয়ে জনের মুখে জয়ধ্বনি যে আজ, দেশের ভারটা তরুণ নিবে পরবে মাথায় তাজ। সুস্থ সুন্দর দেশটা পেতে তোমরা সবে

রোজা জান্নাত সন্ধি

রোজার মাসে মুমিনগণে রাখে তিরিশ রোজা, ঈমান আমল মজবুত করে হবে সরল সোজা। রোজার সাথে ক্ষুধার মন্দা আন্দাজ যেন করে,

Leave a Reply