0
গতকাল যে মেয়েটিকে দেখেছি সে অনেক সুন্দর ছিল। আজ যে মেয়েটিকে দেখলাম সে আরো সুন্দর। এখন কোনটি নেব সেটাই ভাবনা।ভাবছি আগামীকালেরটা নেব কারন আগামীকালেরটা নাকি আরো বেশি সুন্দর। এখন কথা হল আগামীকালেরটার সাথে দেখা হওয়ার আগেই সে যদি আরেকজনের আপন হয়ে যায়। ঘটনা হচ্ছে তার এক ফুফাত ভাই আছে সে নাকি অনেক বেশি সুন্দর । সে যদি তার হয়ে যায়। যাইহোক আমি মনে হয় আগামীকালেরটাই নেয়া ভাল কারন তার ফুফাতো ভাই অনেক সুন্দর হলেও তার নাকি নাক উঁচা।যতটুক জানি মেয়েরা নাক উঁচা ছেলে পছন্দ করেনা।আর যাই হোক আমার তো নাক উঁচা না।যদি একটু আকটু খাূদ থাকেও বলব তুমি এদিকে তাকাইওনা অন্যদিকে তাকাও সেখানে অনেক নাক উঁচা ছেলে অবস্থান করছে। এখন সে কি আমাকে গ্রহণ করবে অবশ্যই করবে কারন তা তো নাক উঁচা না। যে মেয়ের নিজের নাক উঁচা না সে তো নাক উঁচা ছেলে পছন্দ করার কথা না।

0