0
আমি যতবার তার কথা ভাবি আমার চোখে জল এসে যায়।অথচ একবারও সে আমার কথা ভাবেনা।একদিন বললাম, তোমাকে কি নাম দেব? বলল, আমার কোন নাম নেই। বললাম, তাহলে তুমি ‘নামহীনা’ হলে কেন? বলল, যাদের কোন নাম নেই তাদের নামহীনাই হতে হয়।সেই থেকে আমি তাকে নামহীনা বলেই ডাকি।কিন্তু নামহীনা বলে ডাকলে সে অসন্তুষ্ট হয়ে যায়।বললাম, তাহলে তোমাকে কি নামে ডাকব? বলে, ডেকো ‘নামহীননামহীনা’….. । এখন আমি তাকে নামহীননামহীনা বলেই ডাকি।

0
সুন্দর