0
মানুষ ভাবে…. দুই ভাগেতে
নারী পুরুষ জাত,
সমান ভাবে দেশের কাজে
আছে সবার হাত।
নারী পুরুষ মিলে লড়ছে
বিভেদ কেন তাই,
নর-নারীর…. গুণেরনীতি
দেখতে মোরা পাই।
নারী-কাজের সুফল ভাগে
আছে পুরুষ জাতি,
সকল কাজে নারীর পাশে
ভাগে পুরুষ জ্ঞাতি।
জীবন গড়ো এমন ভাবে
মনে পাবেই সুখ,
সমান ভাবে সুফল পেলে
নেইতো কোনো দুখ।
নর-নারীর ভালো গুণের
কর্ম শুধু রয়,
ডাক আসিলে যাবে সবাই
জ্ঞানীগুণীরা কয়।
আরো পড়ুন-

0
নারী পুরুষে বিভেদ সৃষ্টি না করে পারস্পরিক সহযোগিতা মাধ্যমে সুন্দর পৃথিবী গড়ে তোলা সম্ভব
নর-নারীর ভালো গুণের
কর্ম শুধু রয়,
ডাক আসিলে যাবে সবাই
জ্ঞানীগুণীরা কয়।
দারুণ বলেছেন
ধন্যবাদ আপনাকে