নির্বাচনে যাও

0

ভাষণ দিয়ে মঞ্চ কাঁপিয়ে
দেশ দরদী হবে,
নির্বাচনে প্রতীক টিকিট
পাবে এবার তবে।

সেই সুযোগে ফায়দা নিয়ে
নির্বাচনে যাও,
শুন্য থেকে শীর্ষ ধনী
হতে যদি চাও।

চেয়ার খানা পোক্ত করে
হিসেব করো কষে,
পাঁচটি বছর লোপাট করো
ঠান্ডা মাথায় বসে।

কোটি টাকা বাজেট পাবে
চেয়ারের ঐ ফলে,
দেশ বিদেশে উড়াল দিবে
সময় তবে হলে।

বেগম পাড়ায় বাড়ি করবে
পাঁচটি বছর ধরে,
ব্যাংক ব্যালেন্স ভর্তি হলে
উড়াল দিবে পরে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

মাথায় ঢালে ময়লা

মানব জীবন অতি ছোটো কর্ম গুণটা বড়ো, সুবাস ছড়াও ভালো কর্মে তেমন জীবন গড়ো। কর্মের দোষে দেহের থেকে পঁচা গন্ধ

বিকল্প নাই

আযান শুনে নামাজ পড়ো মুসলিম তুমি ভাই। ইসলামী ওই শাসন নীতির বিকল্প যে নাই। প্রভুর প্রতি একিন তোমার ঈমানের ওই

বাঙালির ঐ শক্তি

মুক্তি যোদ্ধা দুঃসাহসের বাঙালির ঐ শক্তি, সমর যুদ্ধে রক্তের বদলা চাই না রক্তের ভক্তি। মুক্তি যোদ্ধা মানে মোদের বঙ্গ দেশের

উল্টায় গেছে দেশ

গুজব ছড়ায় মাতামাতি হাতা-হাতি আর, নিত্য নতুন গুজব দিয়ে দিনটা করে পার। সাগর জলে আগুন জ্বলে পাখির হবে কী, গাছের

Leave a Reply