0
ভাষণ দিয়ে মঞ্চ কাঁপিয়ে
দেশ দরদী হবে,
নির্বাচনে প্রতীক টিকিট
পাবে এবার তবে।
সেই সুযোগে ফায়দা নিয়ে
নির্বাচনে যাও,
শুন্য থেকে শীর্ষ ধনী
হতে যদি চাও।
চেয়ার খানা পোক্ত করে
হিসেব করো কষে,
পাঁচটি বছর লোপাট করো
ঠান্ডা মাথায় বসে।
কোটি টাকা বাজেট পাবে
চেয়ারের ঐ ফলে,
দেশ বিদেশে উড়াল দিবে
সময় তবে হলে।
বেগম পাড়ায় বাড়ি করবে
পাঁচটি বছর ধরে,
ব্যাংক ব্যালেন্স ভর্তি হলে
উড়াল দিবে পরে।

0