0
ধর তোমার মা নেই, বাপ নেই, ঘর নেই, দুয়ার নেই, থাকার জায়গা নেই তখন তুমি কি করতে?
শুধু রাস্তায় রাস্তায় ঘুরতে।
রাস্তায় রাস্তায় ঘুরে কি বলতে?
আমার কিছু নেই কেন! আমার কিছু নেই কেন!
আজ আমার এ অবস্থা, এমন কেউ কি আছ যে আমাকে কিছু দেবে?
জানি নেই।
তাহলে?
তোমরা অ-মানুষ।
না, না অ-মানুষ বললে কম হয়ে যায়। তোমরা হলে, মানুষ নামে’ অ-মানুষ।
আরো পড়ুন-
- স্যামন মাছের উপকারিতা
- মোবাইল ঘড়ির দাম
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে মান্না দের গান
- উপাত্ত কাকে বলে?
- ছোট গল্প লেখার নিয়ম

0