0
মহা মানব মানব কুলে
তিনি বিশ্ব নবী,
এলো ধরায় সবার তরে
হয়ে প্রেমের ছবি।
জাহেল যুগে আঁধার ঘুচে
গেলো নবীর পেয়ে,
পাপ কালিমা মোচন করে
নবীর পানে চেয়ে।
আঁধার ঘুচে আলোর শিখা
মরুর বুকে জ্বলে,
পেলো মানব সঠিক দিশা
নূর নবীর ফলে।
হেরা গুহায় নূর নবীজী
খোদার বাণী পেলো,
নবীর পেয়ে মানব জাতি
ধন্য হয়ে গেলো।
খোদার বাণী প্রচার করে
গেলেন নবী ভবে,
সেই বাণীর পরশ ছোঁয়া
পেলো মানব সবে।
0
ভালো লিখেছেন কবি