পরশ ছোঁয়া

play icon Listen to this article
0

 

মহা মানব মানব কুলে
তিনি বিশ্ব নবী,
এলো ধরায় সবার তরে
হয়ে প্রেমের ছবি।

জাহেল যুগে আঁধার ঘুচে
গেলো নবীর পেয়ে,
পাপ কালিমা মোচন করে
নবীর পানে চেয়ে।

আঁধার ঘুচে আলোর শিখা
মরুর বুকে জ্বলে,
পেলো মানব সঠিক দিশা
নূর নবীর ফলে।

হেরা গুহায় নূর নবীজী
খোদার বাণী পেলো,
নবীর পেয়ে মানব জাতি
ধন্য হয়ে গেলো।

খোদার বাণী প্রচার করে
গেলেন নবী ভবে,
সেই বাণীর পরশ ছোঁয়া
পেলো মানব সবে।


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

জুতাপেটা

তোমার নামও সুন্দর আমার নামও সুন্দর। অথচ কে যেন বলছে আমরা সুন্দর নই।এটা কি ঠিক?  এটা ঠিক নয়।তাহলে তাকে কি

শাস্তি

তুমিও মানুষ আমিও মানুষ। অথচ কে যেন বলতেছে আমরা মানুষ নই।সে কি পাগল? অবশ্যই পাগল তানাহলে মানুষকে কেউ পাগল বলে।এই

মানুষ (১৩)

মানুষকে কখনও অবিশ্বাস কোরোনা।মানুষকে বিশ্বাস কোরো।কারন, মানুষ তোমার ভাই।

One Reply to “পরশ ছোঁয়া”

Leave a Reply