0
অতিথি পাখি আসছে দেশে
নানান দেশ থেকে,
শীতের মাসে আসছে পাখি
রাখবো তবে দেখে।
অতিথি পাখি শীতের কালে
নিজ আবাস গড়ে,
শিকারিরা যে দেখলে পরে
মরণ ফাঁদে পড়ে।
শিকার থেকে বাঁচতে মোরা
সজাগ থাকি তবে,
গাছের ডালে জলের ধারে
অতিথি পাখি রবে।
দেখতে লাগে ভীষণ ভালো
অতিথি সব পাখি,
ডানা ঝাপটে মেলে ধরলে
জুড়াই যেন আঁখি।
অতিথি পাখি মোদের দেশে
রবে রাজার বেশে,
শীতের শেষে আপন নীড়ে
পাখি ফিরবে দেশে।
আরো পড়ুন-

0