তোমরা যদি কখনও আমাকে পথের ধারে ফুল তুলতে দেখ তোমরা আমাকে বোলো, ‘তুমি এখানে কেন? তোমার কাজ তো মানুষের সেবা করা’।কে বলেছিলেন হযরত মীকবার (আঃ)। কেন? এ কথা বললে তিনি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবেন।আজ তিনি কোথায় আছেন? আজ তিনি মিরেস্বরাই আছেন। সেখানে বসে তিনি কি করছেন? সেখানে বসে তিনি ফুল তুলছেন। আজ আমরা তাকে কি বলব? তুমি এখানে কেন?
একথা বললে নিশ্চয়ই তিনি চলে আসবেন এবং ফুল তোলা বাদ দিয়ে মানুষের সেবা করবেন। আর মানুষের সেবা করলে তিনি হবেন এক মহৎ মানুষ যে মানুষের জন্য সব মানুষ অপেক্ষা করেন।
তখন তিনি কি হবেন? এমন একটি ফুল পাবেন যে ফুলের কোন তুলনা নাই। তিনি বলবেন, এমন একটি ফুলের জন্যইতো আমি অপেক্ষা করেছিলাম।
সে ফুলটি কেউ কাউকে দিয়েছিল? না, শুধু সুছন্দা সুনন্দাকে দিয়েছিল।আমরাও সে ফুল চাই; আমরা কি সে ফুল পাব?
আমাদের যে সে ফুল পাওয়া দরকার। সে ফুল না পেলে যে সব পাওয়া অপাওয়া হয়ে থাকবে।
প্রেমিক প্রেমিকাকে যত কথা বলে তার মধ্যে সবচেয়ে সুন্দর কি? তুমি কি আমাকে ভালবাস?সে ফুল তার চেয়েও সুন্দর। সে ফুল না পেলে কি হয়?
