0
মা-বাবা, ভাই-বোন, আত্মীয়-স্বজন কেউ আপন নয়।এমনকি আপন নয় খুব কাছের মানুষও যে রোজ রাতে কানের কাছে এসে ফিসফিস করে ।তাহলে আপন কে? আপন হল একটি বটগাছ যে ঠাঁয় দাঁড়িয়ে থাকে।
তাহলে আমি বটগাছের কাছে গিয়েই মনের কথা বলব।হ্যাঁ যাও দেখবে আর যাই করুক তোমার সাথে দোটানা আচরন করবেনা।
দোটানা মানে? এদিক ওদিক করবেনা, যেখানে আছে সেখানেই দাঁড়িয়ে থাকবে।দাঁড়িয়ে থেকে লাভ কি? এই দাঁড়িয়ে থেকেই লাভ সে তো তোমাকে কোন প্রকার কথার জালে বন্দী করলনা।
কিন্তু আমি তো কথার জালেই বন্দী হতে চাই? না, তারপক্ষে কিছুতেই সেটা করা সম্ভব না। তাহলে আমার পরিনতি কি হবে? তোমার পরিনতি তোমাকেই ঠিক করে নিতে হবে। তাহলে চললাম, এই যে চললাম, ঐ মাঠের পানে চললাম। যাও সেখানে গিয়ে কিছুক্ষণ বসে থাক।

0