0
একটি বিড়াল চুপিচুপি আমার কাছে আসত।এসে এটা সেটা চাইত।যদি কিছু না পেত মিউমিউ করত।তখন তাকে আমি কিছু দিতাম।তখন তাকে মনে হত সে আমার অনেক আদরের। আজ সে নেই, আজ আমি কি করি? আমি সিদ্ধান্ত নিয়েছি বিড়ালটি কান্দির পাড় থেকে ধরে আনব।আনার পর যদি সে মিউমিউ করে তাহলে বলব, এতদিন কেন মিউমিউ করিসনি!
বিড়াল পেলে কেউ কি বিখ্যাত হয়েছে? শুনেছি আফ্রিকা মহাদেশে এক ধাত্রী আছে দিনরাত বিড়ালের সেবা করে। বিড়াল না দেখতে পেলে তার নাকি কিছু ভাল লাগেনা। একদিন নাকি একটি বিড়াল পানিতে পড়েছিল, সে নাকি তার জন্য সাড়ে তিন হাত পানির নিচে ডুব দিয়েছিল।আজ নাকি তার বিড়াল’ মারা গেছে আজ জানি সে কি করে?
এবার বল বিড়াল যদি আমার পাতের সবচে’ প্রিয় মাছের কাঁটা’ চায় আমি কি দেব? অবশ্যই দেব।কারন, সে যে আমার সবচেয়ে প্রিয় আদরের বিড়াল।
0