0
উত্তাল সাগর ঢেউয়ের মাঝে
ক্যামনে দিবো পাড়ি,
মরণ ভয়ে —–কাঁপছে শরীর
নিঃশ্বাস হচ্ছে ভারি।
চারিদিকে আঁধার দেখি
নাইরে বাঁচার গতি,
থমকে গেছে জীবন খানি
লোপ পেয়েছে মতি।
মাঝ দরিয়ায় ভাসছে তরি
গেছি পথটা ভুলে,
কূল কিনারা নাহি আমার
আছি দুঃখের কূলে।
আমার চোখে আঁধার ঢাকা
বাঁচার স্বপ্ন মিছে,
মরণ ঘন্টার বাজনা বাজে
জমদুত আছে পিছে।
দুঃখের কথা বলবো কাকে
মিথ্যায় ভরা মায়া,
জীবন প্রদীপ নিভে যাচ্ছে
অসাড় হচ্ছে কায়া।
শরীর পোড়ে হৃদয় পোড়ে
বাড়ে বুকের ব্যাথা,
কারে বলবো হৃদয় ফাটা
এমন দুখের কথা।
ছাড়লে ভুবন বুঝবে তখন
কী’ যে ছিলাম আমি,
খুঁজবে আমায় চোখের জলে
বুঝবে সেদিন দামি।

0