বুঝবে তুমি

0

উত্তাল সাগর ঢেউয়ের মাঝে
ক্যামনে দিবো পাড়ি,
মরণ ভয়ে —–কাঁপছে শরীর
নিঃশ্বাস হচ্ছে ভারি।

চারিদিকে আঁধার দেখি
নাইরে বাঁচার গতি,
থমকে গেছে জীবন খানি
লোপ পেয়েছে মতি।

মাঝ দরিয়ায় ভাসছে তরি
গেছি পথটা ভুলে,
কূল কিনারা নাহি আমার
আছি দুঃখের কূলে।

আমার চোখে আঁধার ঢাকা
বাঁচার স্বপ্ন মিছে,
মরণ ঘন্টার বাজনা বাজে
জমদুত আছে পিছে।

দুঃখের কথা বলবো কাকে
মিথ্যায় ভরা মায়া,
জীবন প্রদীপ নিভে যাচ্ছে
অসাড় হচ্ছে কায়া।

শরীর পোড়ে হৃদয় পোড়ে
বাড়ে বুকের ব্যাথা,
কারে বলবো হৃদয় ফাটা
এমন দুখের কথা।

ছাড়লে ভুবন বুঝবে তখন
কী’ যে ছিলাম আমি,
খুঁজবে আমায় চোখের জলে
বুঝবে সেদিন দামি।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

Chess:The board set up

Characters name: অনন্য (age 16) চঞ্চল (অনন্য র চাচা & মোসারফ র ভাই) মোসারফ করিম(অনন্য's father) রোহান(age 18) Story: কাহিনি

মৃত্যুঞ্জয়ী

কবির কাব্য সোচ্চার ছিল পেতে স্বাধীন ভাষা, মায়ের ভাষা সম্মান দিবে প্রাণে ছিলো আশা। একুশের ওই ভাষার জন্যে কলম উঠে

তরুণ যুবার দল

শহর গাঁয়ে জনের মুখে জয়ধ্বনি যে আজ, দেশের ভারটা তরুণ নিবে পরবে মাথায় তাজ। সুস্থ সুন্দর দেশটা পেতে তোমরা সবে

রোজা জান্নাত সন্ধি

রোজার মাসে মুমিনগণে রাখে তিরিশ রোজা, ঈমান আমল মজবুত করে হবে সরল সোজা। রোজার সাথে ক্ষুধার মন্দা আন্দাজ যেন করে,

Leave a Reply