বৈশ্বিক মহামারী মোকাবেলায় রাষ্ট্রের পূর্বপ্রস্তুতি ও করণীয়

0

১.বৈশ্বিক মহামারী রোগের কথা বিবেচনায় রেখে এখন থেকে দেশের প্রতিটি জেলায় জনসংখ্যার ভিত্তিতে ২/৩টি করে অস্থায়ী ডেডিকেটেড আইসিউ বেড হাসপাতাল নির্মাণের জন্য প্রধান সড়কের পাশে সরকারী খাস জমি বরাদ্দ দিয়ে, চারপাশে বাউন্ডারি দিয়ে সীমানা নির্ধারণ করে রাখা। দেশে মহামারী রোগের প্রাদুর্ভাব দেখা দিলে যাতে উক্ত স্থানে কম সময়ের মধ্যে অস্থায়ী হাসপাতাল নির্মাণ করা যায়।
২.দেশে সিলিন্ডার অক্সিজেন, পিপিই কিট(মাস্ক,হেড কভার,গ্লাভস….),
ভেন্টিলেটর ইত্যাদি উৎপাদনের জন্য সকল বিভাগীয় রাজধানী জেলায় কারখানা (প্রয়োজনে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করা যায় এমন)নির্মাণ। এতে মহামারী রোগের প্রাদুর্ভাব দেখা দিলে অক্সিজেন ও পিপিই কিট এর প্রয়োজন মিটানো সম্ভব হবে।
বি.দ্রঃ কোভিড মহামারী সময়কালীন আমাদের দেশে এসব এর ঘাটতি দেখা গিয়েছিল।
৩.দেশে চিকিৎসক,নার্স ও মেডিকাল স্টাফ এর সংখ্যা বৃদ্ধি করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
৪.রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর), স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সরকারের একটি গবেষণা ইনস্টিটিউট যা বাংলাদেশে মহামারী ও সংক্রামক ব্যাধি গবেষণা ও রোগ নিয়ন্ত্রণ বিষয় নিয়ে কাজ করে।
এ প্রতিষ্ঠানের ভাইরালজি এবং প্রাণী সংক্রামক বিভাগের গবেষণা কাজের জন্যে সরকারী অর্থ বরাদ্দের পরিমান বৃদ্ধি করতে হবে যাতে গবেষকরা মহামারী রোগের ভাইরাসের জিনোম সিকুয়েন্স করে উক্ত রোগের ভ্যাকসিন আবিষ্কার করতে পারে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Shaon Barua

Author: Shaon Barua

শাওন বড়ুয়া একজন ছাত্র।সে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন একটি কলেজের ইংরেজি বিভাগের ৩য় বর্ষের ছাত্র।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

উপন্যাস পর্ব এগারো মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ

উপন্যাস পর্ব "এগারো" মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ ঝুমার বিয়ে হলো প্রায় সপ্তাহ খানেক হলো।স্বামী রিফাত আলম

লিখো নিয়ম মেনে

  ছড়া লিখতে আগে শিখুন অক্ষর কাকে বলে, মাত্রা নিয়ম জানতে হবে ছন্দে লিখতে হলে।   মাত্রা বৃত্ত স্বরবৃত্ত আর

ফুল (১১)

শুধু তোমার জন্য জীবন, তোমার জন্য মরণ সেই তুমি আমাকে ভালবাসনা তাহলে?  মরণ এন্ড মরণ একবার যদি বলতে আমায় ভালবাসি

সম্যক প্রয়াস

পৃথিবী আজ বদলে যাচ্ছে ভীষণ দুর্দম... রূপে, উদ্ভিদ প্রাণী হুমকির মুখে উষ্ণতার গ্ৰাস কুপে। আজ জলবায়ু পাল্টে যাচ্ছে বরফ যাচ্ছে

Leave a Reply