চল ঘুমোতে যাইঃ ঘুমোতে যাওয়ার আগে একটি শপথ করি, ‘আমরা একে অপরকে আরো বেশি ভালবাসব’ তাতে আমাদের ঘুম ভাল হবে।চলঃ
“হে ঈশ্বর তুমি আমাদের’ আরো ভালবাসার শক্তি দাও।আমরা যে ভালবাসা ছাড়া বাঁচিনা।একটি কুকুরের পেট থেকে দশটি বাচ্চা বের হয়, তবে কেন তুমি আমাদের আরো ভালবাসার শক্তি দেবেনা? তুমি আমাদের পেট থেকে একশটি বাচ্চা বের করার শক্তি দাও, আমরা যে সব ভালবাসা’ পরাজিত করতে চাই।
“ঈশ্বর কি শুনেছেন? নিশ্চয়ই শুনেছেন।চল ঘুমোতে যাই, নিশ্চয়ই এখন ভাল ঘুম হবে।”
“কাল রাতে কেমন ঘুম হয়েছে?” ” অনেক ভাল ঘুম হয়েছে; এমন ঘুম জীবনেও ঘুমোইনি,;এমন ঘুম যদি কোন দরবেশ ঘুমোতে পারত সে বলত, ‘আমি পীর হয়ে গেছি’।”
” এখন থেকে নিয়মিত প্রার্থনা করব।”আজ কয় ঘন্টা প্রার্থনা করবে? ” “কমপক্ষে ছয়ঘন্টা, শুধু ঈশ্বরের নামে হা- পিত্যেশ করব।” ” ঈশ্বর কি শুনবেন? ” নিশ্চয়ই শুনবেন, তানাহলে তিনি আমাদের সৃষ্টি করেছেন কেন।
আরো পড়ুন-
- প্রবন্ধ রচনা লেখার নিয়ম
- গ্লুকোজ জাতীয় খাবার কি কি
- কাঁকন এর সমার্থক শব্দ
- অনলাইনে কেনাকাটার সুবিধা
- চর্যাপদের সমাজচিত্র পরিচয়
