0
ভালবাসার মানুষকে কয়বার ভালবাসি বলতে হয়? দশ বার।আমি বলেছি একশ বার, কিন্তু তারপরও সে আমাকে ভালবাসেনি।আজ বললাম পাঁচশ’ বার, তারপরও সে আমাকে ভালবাসেনি।তাহলে কয়বার বলতে হবে? পাঁচ হাজার বার। সেই পাঁচ হাজার বার কবে বলতে পারব?
সেই পাঁচ হাজার বার যেদিন বলতে পারব সেদিন নিশ্চয়ই সে আমার হবে। যদি না হয়? বলব, তাহলে এবার তুমি মরে যাও।
আরো পড়ুন-
- প্রবন্ধ রচনা লেখার নিয়ম
- গ্লুকোজ জাতীয় খাবার কি কি
- কাঁকন এর সমার্থক শব্দ
- অনলাইনে কেনাকাটার সুবিধা
- চর্যাপদের সমাজচিত্র পরিচয়
0