যদি ধর একটি নদী দেখলে পানি নেই, মাছ নেই, জলাশয় নেই তখন তোমার কি মনে হবে? এটি একটি নদী’ ছিল ‘। তার মানে? কোন একদিন নদী ছিল। তার মানে? আজ যদি সে নদী হতে চায় তাহলে আগের সেই মাছ, পানি, জলাশয় ফিরিয়ে আনতে হবে? কিন্তু সেটা কি সম্ভব? না, সম্ভব নয় ; কারন, আগের জিনিস কোথায় চলে গিয়েছে তাতো কেউ জানেনা।তার মানে এটি’ নদী অর্থাৎ আগের জায়গায় ফিরিয়ে নেওয়ার চিন্তা ভুল।
এরকম ভুল কি আমরা করি?
হ্যাঁ, করি ; এরকম ভুলের কোন শেষ নেই।
তাহলে?
এরকম ভুল থেকে মুক্তি পেতে হবে।
কে পারেন সে ভুল থেকে আমাদের রক্ষা করতে?
একমাত্র আল্লাহ।
কেন?
তার কোন ভুল নেই।
তার যদি ভুল না হবে আমরা আগের ভুলটি করলাম কেন?
তার মানে?
আল্লাহর ভুল নেই এটাও একটা ভুল।
তাহলে আমাদের এমন একজনের কাছে প্রার্থনা করতে হবে যিনি আল্লাহর ভুল ধরিয়ে দিতে পারেন।
তেমন কোন আল্লাহ কি আছে?
এমন কোন আল্লাহ আছে কিনা আমরা কেউ জানিনা।
তার মানে?
আমরা সারাক্ষণ ভুলের মধ্যে আছি।
আরো পড়ুন-
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ক্যালসিয়াম জাতীয় খাবার কেন খাওয়া উচিত?
- অন্যপ্রকাশ প্রকাশনী থেকে প্রকাশিত বই
- ইউটিউব কি?
- ১৫০০০ টাকার মধ্যে মোবাইল ফোন
