0
সবসময় একটা কথা মনে রাখবে, তুমি যদি তোমার মা–বাবার কথা মনে রাখ দেখবে তোমার কোন বিপদ হবেনা।না, না গতকাল আমি আমার মা–বাবার কথা মনে রেখেছিলাম, তারপরও আমার একটি বড় বিপদ হয়েছিল। সেটি কি? আমি যখন পথ চলতেছিলাম তখন অনবরত মা–বাবার নাম স্মরণ করছিলাম।তখন কি হয়েছিল? আমার হাত থেকে আমার পানির ঠিল্লাটি পড়ে আমার বাম পায়ের আঙুল কাটা পড়েছিল।তাহলে তুমি তোমার মা-বাবার নাম স্মরণ করনি, তুমি স্মরণ করেছ অন্য কোন মা–বাবার নাম।না,না আমি আমার মা-বাবার নামই স্মরণ করছিলাম। তাহলে তারা তোমার আসল মা- বাবা নয়।

0