0
নামাজ পড়ো রোজা রাখো
ওগো মুমিন ভাই,
হালাল খাদ্য…. প্রথম শর্তই
কবুল হবার তাই।
দৈনিক নিয়ম মেনেই পাঁচবার
পড়ো নামাজ রোজ,
হারাম খেয়ে…..নামাজ মাঝেই
প্রভুর করো খোঁজ।
সহজ ভেবেই নামাজ আদায়
করো জীবন ভর,
আসলেই কি ..ওই আগুনের
আছে মনে ডর।
সুদের টাকার ….মাল-সামানা
ভোজন করে খাও,
নামাজ পড়ে…প্রভুর নিকট
মুক্তি আবার চাও।
এমন সহজ নামাজ রোজা
মুমিনেরগুণ নয়,
সঠিক ভাবে হুকুম মানার
থাকবে হৃদে ভয়।
হারাম টাকায় গড়ে গেলেই
সারাজীবন সব,
ঈমান গুণেই কেমন মুসলিম
জানে ঐযে রব।
নামাজ পড়ে শুধুই মুসলিম
কপাল করো ক্ষয়,
প্রভুর শান্তির নিবাস খানি
তোমার জন্য নয়।
এমন ভাবে অনেক সময়
কেটে গেলো আজ,
শেষ বয়সেই ধার্মিক বেশেই
ঈমানি ওই সাজ।
বুঝবে সেদিন সময় শেষে
কাঁদবে বিবেক মন,
ওই দিবসে……পাবে নাকো
কোনো আপন-জন।
আরো পড়ুন-

0