মুক্তি আবার চাও

0

নামাজ পড়ো রোজা রাখো
ওগো মুমিন ভাই,
হালাল খাদ্য…. প্রথম শর্তই
কবুল হবার তাই।

দৈনিক নিয়ম মেনেই পাঁচবার
পড়ো নামাজ রোজ,
হারাম খেয়ে…..নামাজ মাঝেই
প্রভুর করো খোঁজ।

সহজ ভেবেই নামাজ আদায়
করো জীবন ভর,
আসলেই কি ..ওই আগুনের
আছে মনে ডর।

সুদের টাকার ….মাল-সামানা
ভোজন করে খাও,
নামাজ পড়ে…প্রভুর নিকট
মুক্তি আবার চাও।

এমন সহজ নামাজ রোজা
মুমিনেরগুণ নয়,
সঠিক ভাবে হুকুম মানার
থাকবে হৃদে ভয়।

হারাম টাকায় গড়ে গেলেই
সারাজীবন সব,
ঈমান গুণেই কেমন মুসলিম
জানে ঐযে রব।

নামাজ পড়ে শুধুই মুসলিম
কপাল করো ক্ষয়,
প্রভুর শান্তির নিবাস খানি
তোমার জন্য নয়।

এমন ভাবে অনেক সময়
কেটে গেলো আজ,
শেষ বয়সেই ধার্মিক বেশেই
ঈমানি ওই সাজ।

বুঝবে সেদিন সময় শেষে
কাঁদবে বিবেক মন,
ওই দিবসে……পাবে নাকো
কোনো আপন-জন।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ঘৃণা (৬)

যদি ভালবাসা চাও ভালবাসা পাবে যদি ঘৃণা চাও ঘৃণা পাবে। কোনটা নেবে সে তোমার ইচ্ছা। আমাকে ঘৃণাই দাও। কেন? আমি

গরিবের স্বপ্ন

লেখক: ফ্র্রিল্যান্সার ওয়াহিদ। গরিবের ঘরে জন্ম নিয়েছি, তাই কি আমায় হারতে হবে? স্বপ্নগুলো পুড়বে আগুনে, কাঁদবে মন দিনরাতে রবে? বড়লোকেরা

আছিয়া হত্যার বিচার চাই

আছিয়া হত্যার বিচার চাই 🖋️অপ্রিয় লেখক তানভির🌹 আছিয়ার চোখে ছিলো যে আলো, নিষ্ঠুর হাতে জীবন শেষ হলো। স্বপ্ন ভাঙে নির্দয়

অথৈ নদী

ফুলের মত দেখতে তোমার চোখ।সে চোখ দিয়ে তুমি কি বল কিছুই বুঝিনা। একদিন বললাম, কি বল? বললে, ভালবাসি।আসলে তুমি ভালবাসনা,

Leave a Reply