মুখোশ………… (ডাইরির পাতা থেকে)

0

মুখোশ কথাটির বা এই বিষয়টির আবিষ্কার কবে নাগাদ হয়েছে তার সঠিক কোন তথ্য নেই তবে এটি যে বিনোদনের উদ্দেশ্যে ব্যব্হ্রত হয়েছে এবং বিনোদনের উদ্দেশ্যেই সৃষ্টি করা হয়েছিলো তা ইতিহাস ঘাটলে বোঝা যায় । জানেনকি কোন বইয়ের ভাষায় নয় এই পৃথিবী মুখোশকে দুই ভাগে ভাগ করেছে

  • এক পরিহিত মুখোশ আর
  • দুই অপরিহিত মুখোশ ।

বিনোদনের উদ্দেশ্যে বা নিজের পরিচয়কে অন্যভাবে প্রকাশ করার উদ্দেশ্যে বা বর্তমানে করোনা থেকে বাচতে এবং আরো নানান কারণে আমরা মুখোশ পরিধান করি, এবং এটা দেখাও যায় যে তারা মুখোশ পরে আছে আর বোঝাও যায় তাদের উদ্দেশ্যটা কি ? কিন্তু সবচেয়ে কঠিন হলো আপনি যাকে দেখছেন হয়ত তার সাথে আপনার খুব ভালো সম্পর্কও আছে বা হয়ত সে আপনার ঘনিষ্ট বন্ধু সেও মুখোশ পরে আছে অপরিহিত মুখোশ । যার সামনা সামনি এক রূপ আর পেছনে আরেক রূপ বলতে পারেন রাজনৈতিক নেতা এর জলজান্ত উদাহরণ ।

যারা আপনাকে সামনে থেকে কতইনা আশ্বাস দিচ্ছে, বিপদে আপনার পাশে থাকবে বলছে, সে বৃষ্টিতে আপনার সাথে ভিজবে, লুকিয়ে আপনার সাথে সিগারেট টানবে, এলাকার মুরব্বিদের বকা খাওয়ার সময় সেই বকাও ভাগাভাগি করবে কিন্তু আপনি যখন জানবেন সেই ব্যক্তিটাই আপনার সবচেয়ে ক্ষতি করেছে নিজেকে খুব অসহায় মনে হবে .. নিজেকে বার বার প্রশ্ন করবেন এ কেমন তাদের অপরিহিত মুখোশ………..?

 

আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

উপন্যাস পর্ব এগারো মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ

উপন্যাস পর্ব "এগারো" মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ ঝুমার বিয়ে হলো প্রায় সপ্তাহ খানেক হলো।স্বামী রিফাত আলম

লিখো নিয়ম মেনে

  ছড়া লিখতে আগে শিখুন অক্ষর কাকে বলে, মাত্রা নিয়ম জানতে হবে ছন্দে লিখতে হলে।   মাত্রা বৃত্ত স্বরবৃত্ত আর

ফুল (১১)

শুধু তোমার জন্য জীবন, তোমার জন্য মরণ সেই তুমি আমাকে ভালবাসনা তাহলে?  মরণ এন্ড মরণ একবার যদি বলতে আমায় ভালবাসি

সম্যক প্রয়াস

পৃথিবী আজ বদলে যাচ্ছে ভীষণ দুর্দম... রূপে, উদ্ভিদ প্রাণী হুমকির মুখে উষ্ণতার গ্ৰাস কুপে। আজ জলবায়ু পাল্টে যাচ্ছে বরফ যাচ্ছে

Leave a Reply