মুখোশ………… (ডাইরির পাতা থেকে)

play icon Listen to this article
0

মুখোশ কথাটির বা এই বিষয়টির আবিষ্কার কবে নাগাদ হয়েছে তার সঠিক কোন তথ্য নেই তবে এটি যে বিনোদনের উদ্দেশ্যে ব্যব্হ্রত হয়েছে এবং বিনোদনের উদ্দেশ্যেই সৃষ্টি করা হয়েছিলো তা ইতিহাস ঘাটলে বোঝা যায় । জানেনকি কোন বইয়ের ভাষায় নয় এই পৃথিবী মুখোশকে দুই ভাগে ভাগ করেছে

  • এক পরিহিত মুখোশ আর
  • দুই অপরিহিত মুখোশ ।

বিনোদনের উদ্দেশ্যে বা নিজের পরিচয়কে অন্যভাবে প্রকাশ করার উদ্দেশ্যে বা বর্তমানে করোনা থেকে বাচতে এবং আরো নানান কারণে আমরা মুখোশ পরিধান করি, এবং এটা দেখাও যায় যে তারা মুখোশ পরে আছে আর বোঝাও যায় তাদের উদ্দেশ্যটা কি ? কিন্তু সবচেয়ে কঠিন হলো আপনি যাকে দেখছেন হয়ত তার সাথে আপনার খুব ভালো সম্পর্কও আছে বা হয়ত সে আপনার ঘনিষ্ট বন্ধু সেও মুখোশ পরে আছে অপরিহিত মুখোশ । যার সামনা সামনি এক রূপ আর পেছনে আরেক রূপ বলতে পারেন রাজনৈতিক নেতা এর জলজান্ত উদাহরণ ।

যারা আপনাকে সামনে থেকে কতইনা আশ্বাস দিচ্ছে, বিপদে আপনার পাশে থাকবে বলছে, সে বৃষ্টিতে আপনার সাথে ভিজবে, লুকিয়ে আপনার সাথে সিগারেট টানবে, এলাকার মুরব্বিদের বকা খাওয়ার সময় সেই বকাও ভাগাভাগি করবে কিন্তু আপনি যখন জানবেন সেই ব্যক্তিটাই আপনার সবচেয়ে ক্ষতি করেছে নিজেকে খুব অসহায় মনে হবে .. নিজেকে বার বার প্রশ্ন করবেন এ কেমন তাদের অপরিহিত মুখোশ………..?

 

আরো পড়ুন-

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

মরে গেছি – ৪

জন্মও নিয়েছি তোমার জন্য মরবও তোমার জন্য। অথচ সেই তুমি আমার নয়। আজ আমার কি করতে ইচ্ছে হয়?মরে যেতে ইচ্ছে

তুমি আমার – ৯

তুমিও আমার , আমিও তোমার। অথচ কে যেন আমার নয়?  সে জনা কে? সে জনা হল, তুমি আমার। তুমি আমার

কবিতা

ঘন্টার পর ঘন্টা কবিতা লিখি। অথচ আজ আমি একটাও কবিতা লিখিনি।কেন? কবিতা লিখতে আমার ভাল লাগেনা।এমন কবিতার জন্ম কেন হল?

চোখে চোখে

চোখে চোখে চোখ রাখলে কি হয়? চোখে চোখে চোখ রাখলে চোখে চোখ থাকেনা।সে চোখ কোথায় যেন হারিয়ে  যায়। আজ আমার

Leave a Reply