মুহাম্মদ জাফর ইকবাল ১৯৫২ খ্রিস্টাব্দে সিলেটে জন্ম গ্রহণ করেন।তার পৈতৃক নিবাস নেত্রকোনা জেলায়।
তিনি একজন প্রগতিশীল লেখক, পদার্থবিদ,কম্পিউটার – বিজ্ঞানী ও শিক্ষাবিদ।মুক্তি যুদ্ধ বিষয়ক রচনা, বৈজ্ঞানিক কল্পকাহিনি,কিশোর উপন্যাস ও কলাম লেখক হিসেবে ও তিনি বিশেষ খ্যাতি অর্জন করেছেন।তার উল্লেখ যোগ্য রচনা গুলোর মধ্যে রয়েছে ‘কপোট্রানিক সুখ – দুঃখ ‘,’ক্রুগো ‘,’ট্রাইটন একটি গ্রহের নাম ‘,’রবোনগরী’,ইত্যাদি।
তাছাড়া ও বৈজ্ঞানিক কল্পকাহিনি” হাতকাটা রবিন “,” দীপু নাম্বার টু”,”আমার বন্ধু রাশেদ “ইত্যাদি।
কিশোর-উপন্যাস;’নিউরনে অনুরণন ‘,’একটু খানি বিজ্ঞান ‘,’গনিতের মজার মজার গণিত’,’বিগ ব্যাং থেকে হোমো স্যাপিয়েন্স’,ইত্যাদি বিজ্ঞান বিষয়ক গ্রন্থ।
মুহাম্মদ জাফর ইকবালের একাধিক উপন্যাস থেকে চলচ্চিত্র নির্মিত হয়েছে। সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরষ্কার সহ বিভিন্ন পুরষ্কারে ভূষিত হয়েছেন।

ভালো লাগলো
ইনার কিশোর উপন্যাস গুলো খুব ভালো লাগে