0
বেশভূষা যে পাল্টে যাবে
পাল্টায় যদি মন,
ভালো রবে দেশের মধ্যে
আছে যতো জন।
জনের কাছে তোমরা রবে
কর্মঠ সবল বীর,
রুখতে পারো অসুর শক্তি
উচ্চে তুলে শির।
সঠিক নীতি আর আদর্শে
বজায় রবে মান,
বঙ্গের অঙ্গে দেবদূত রূপে
সকল জনে চান।
জনের আশা পূরণ হলে
বলবে সবে বেশ,
স্বাধীন বেশে হাসবে সবে
মোদের বঙ্গ দেশ।
বেশভূষার ঐ ভেতর থেকে
ফুটুক সদ্য ফুল,
জনের হরণ নয়তো কাম্য
তোমরা মুক্তি কুল।

0