0
ম্যাডামের হাতের ঘড়িটি অনেক দামী ছিল।
ম্যাডামের চোখের চশমাটি অনেক রঙিন ছিল।
ম্যাডাম যে ঝুড়িটি ব্যবহার করত সেটিতে দামী ওয়ালেট ছিল।
ম্যাডামের মাথার উপর’ যে হ্যাট’ ছিল সেটির খ্যাতি দুনিয়া জোড়া।
ম্যাডাম খেতে বসলে নোনতা ছাড়া খায়না।
ম্যাডাম বেড়াতে গেলে সঙ্গী ছাড়া যায়না।
ম্যাডাম এক জায়গায় একবার বসলে যেন হাজার বছর বসে আছে।
ম্যাডামকে নিয়ে কবিতা লিখলে সে কবিতার তুলনা হয়না।
এমন ম্যাডাম কয়জনের ভাগ্যে জোটে! যার ভাগ্যে জোটে সে ফেইথফুল।
ম্যাডামকে বললাম একদিন সময় দিতে।
ম্যাডাম বললেন, আগামী বৃহস্পতিবার।
আগামী বৃহস্পতিবার কি হবে সেটা ভেবে আমার মন আনমনা।
আগামী বৃহস্পতিবার ম্যাডাম যদি আমাকে নতুন কিছু অফার করে আমি সেটা সানন্দে গ্রহণ করব।
ম্যাডাম যেন সেটাই করে।

0