ম্যাডাম

play icon Listen to this article
0

ম্যাডামের  হাতের ঘড়িটি অনেক দামী ছিল।

ম্যাডামের চোখের চশমাটি অনেক রঙিন ছিল।

ম্যাডাম যে ঝুড়িটি ব্যবহার করত সেটিতে দামী ওয়ালেট ছিল।

ম্যাডামের মাথার উপর’ যে হ্যাট’ ছিল সেটির খ্যাতি দুনিয়া জোড়া।

 

ম্যাডাম খেতে বসলে নোনতা ছাড়া খায়না।

ম্যাডাম বেড়াতে গেলে সঙ্গী ছাড়া যায়না।

 

ম্যাডাম এক জায়গায় একবার বসলে যেন হাজার বছর বসে আছে।

ম্যাডামকে নিয়ে কবিতা লিখলে সে কবিতার তুলনা হয়না।

 

এমন ম্যাডাম কয়জনের ভাগ্যে জোটে! যার ভাগ্যে জোটে সে ফেইথফুল।

 

ম্যাডামকে বললাম একদিন সময় দিতে।

ম্যাডাম বললেন, আগামী বৃহস্পতিবার।

 

আগামী বৃহস্পতিবার কি হবে সেটা ভেবে আমার মন আনমনা।

 

আগামী বৃহস্পতিবার ম্যাডাম যদি আমাকে নতুন কিছু অফার করে আমি সেটা সানন্দে গ্রহণ করব।

ম্যাডাম যেন সেটাই করে।

 

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

রেড শার্ট টি

Author: রেড শার্ট টি

আমার জন্মস্থান চাঁদপুর জেলা।আমার জন্ম তারিখ ০১/০১/১৯৮৪

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বুঝবে তুমি

উত্তাল সাগর ঢেউয়ের মাঝে ক্যামনে দিবো পাড়ি, মরণ ভয়ে —--কাঁপছে শরীর নিঃশ্বাস হচ্ছে ভারি। চারিদিকে আঁধার দেখি নাইরে বাঁচার গতি,

ওগো বিদেশিনী

বিদেশিনী তোমায় বলি কোথায় তুমি থাকো, এমন ভাবে আকুল করে কেন আমায় ডাকো? আমায় তুমি বশ করেছো কোন্ সে মায়ার

অসীম ধ্বনি

আকাশ ছোঁয়া রঙিন স্বপ্ন আছে মনের মাঝে, সেরার মুকুট পরবো জানি আমার কর্ম কাজে। আপন স্বপ্নের অসীম ধ্বনি আসে আমার

জানোয়ার -৫

জানোয়ার যদি জানোয়ার না হয় তাহলে জানোয়ার কে? জানোয়ার কি মানুষ? না, মানুষতো জানোয়ার হতে পারেনা। তাহলে? জানোয়ারই জানোয়ার। সবচেয়ে

Leave a Reply