লেখক ইব্রাহীম খাঁ-র জীবনি

play icon Listen to this article
0

লেখক ইব্রাহীম খাঁ-র জন্ম ১৮৯৪ খ্রিস্টাব্দে।তার জন্ম হয় টাঙ্গাইলের এক কৃষক পরিবারে।তিনি ছিলেন একজন শিক্ষাবিদ এবং সাহিত্যিক।
সারা বাংলায় তিনি প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ নামে পরিচিত। অসাধারণ অনেক ছোটো গল্প, প্রবন্ধ, নাটক, ভ্রমণ – কাহিনি এবং শিশু সাহিত্য রচনা করে বাংলা সাহিত্যে বিশেষ স্থান দখল করে আছেন। তার উল্লেখ যোগ্য গ্রন্থ; ‘কামাল পাশা’, ‘আনোয়ার পাশা’ প্রভৃতি। নাটক ;’আলু বোখরা’, ‘দাদুর আসর’,।গল্প গ্রন্থ ‘ইস্তাম্বুল যাত্রীর পথ’, ‘ভ্রমণ কাহিনি’।
বাংলা নাটকে বিশেষ অবদানের জন্য তিনি ১৯৬৩ খ্রিস্টাব্দে বাংলা একাডেমি পুরষ্কার পান।
এই লেখক ইব্রাহীম খাঁ ১৯৭৮ খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যু বরণ করেন।

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বুঝবে তুমি

উত্তাল সাগর ঢেউয়ের মাঝে ক্যামনে দিবো পাড়ি, মরণ ভয়ে —--কাঁপছে শরীর নিঃশ্বাস হচ্ছে ভারি। চারিদিকে আঁধার দেখি নাইরে বাঁচার গতি,

ওগো বিদেশিনী

বিদেশিনী তোমায় বলি কোথায় তুমি থাকো, এমন ভাবে আকুল করে কেন আমায় ডাকো? আমায় তুমি বশ করেছো কোন্ সে মায়ার

অসীম ধ্বনি

আকাশ ছোঁয়া রঙিন স্বপ্ন আছে মনের মাঝে, সেরার মুকুট পরবো জানি আমার কর্ম কাজে। আপন স্বপ্নের অসীম ধ্বনি আসে আমার

জানোয়ার -৫

জানোয়ার যদি জানোয়ার না হয় তাহলে জানোয়ার কে? জানোয়ার কি মানুষ? না, মানুষতো জানোয়ার হতে পারেনা। তাহলে? জানোয়ারই জানোয়ার। সবচেয়ে

Leave a Reply