0
শোন শীতলক্ষ্যা আমি তোমাকে ভালবাসি। আমি যদি তোমাকে না পাই মরে যাব। তুমি আমাকে একটি কথা দাও আগামীকাল সূর্যাস্তের সাথে সাথে আমার সাথে দেখা করবে কিনা।কারন সূর্যাস্তের সময় ফুল রঙিন হয়ে ফোটে। কতদিন তোমার অপেক্ষায় আছি, তুমি যদি না আস আমি মরে যাব। ভালবাসার মানুষকে ছাড়া কেউ বেঁচে ছিল? কেউ বাঁচেনি, বাঁচেনি অ্যান্টনি, বাঁচেনি ক্লিওপেট্রা, বাঁচেনি সমুদ্র সৈকত যে তার প্রিয়াকে অনেক বেশি ভালবাসত।
কথা দিচ্ছি যা চাও তাই এনে দেব। যদি সমুদ্রের ওপার থেকে গোলাপ ফুল এনে দিতে হয় দেব, সাতসমুদ্র তের নদী পাড়ি দিতে হলে তাও দেব, শুধু বল আমার হবে কিনা;তোমাকে ছাড়া যে আমি মরে যাব;কেউ কি তার প্রাণের প্রিয়াকে ছাড়া বেঁচে ছিল?
0