সুন্দরী কঙ্কা

0

একদিন সুন্দরী কঙ্কা দেবী ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন তার স্বামী নিরঞ্জনকে কারা যেন মেরে ফেলেছে!  এই স্বপ্ন দেখে সুন্দরী কঙ্কা দেবী ঘুমের মধ্যেই হা হুতাশ শুরু করলেন।খুব দ্রুত তার ঘুম ভেঙে গেল।ঘুম থেকে উঠে কঙ্কা স্বামী নিরঞ্জনকে খুঁজতে লাগলেন।কোথাও খুঁজে না পেয়ে গেলেন পথের ধারে শাপলার মাঠে। সেখানে গিয়ে দেখলেন তার স্বামী বসে আছে। তাকে দেখে তো কঙ্কা অবাক ; তুমি এখানে বসে আছ, অথচ আমি তোমাকে খুঁজে হয়রান।নিরঞ্জন বলল, কি হয়েছে?  কঙ্কা বলল, আমি স্বপ্বে দেখেছি তুমি মারা গেছ! নিরঞ্জন বলল, স্বপ্ন দেখলেই সব সত্য হয়না।সুন্দরী কঙ্কা বাড়ী ফিরে এল।

এখন সে ঘুমাতে যাওয়ার আগে একটা কথা চিন্তা করেঃ আমি এমন স্বপ্ন দেখব যে স্বপ্নে কেউ তাকে মারেনা।

এখন সে ঘুমালেই সে স্বপ্ন দেখে।তার ঘুম নাকি অনেক ভাল হয়!

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গার্মেন্টস কর্মী

গার্মেন্টস কর্মী খুব সকালে ঘুমের থেকে উঠে, গোসল সেরে নাস্তা খেয়েই জীবন যুদ্ধে ছোটে। সঠিক সময় কর্ম ক্ষেত্রে পৌছে যেতে

অন্তর্লোকের কণ্টকবীথি

অন্তর্লোকের শূন্যবাগানে চিন্তার বৃক্ষ জন্মে রাত্রির বীজ থেকে, বিষাক্ত নিঃশ্বাসের প্রাণীর কাঁটার জিহ্বায় হাসে প্রতারণার পরাগ, ঈর্ষা পোষে কৃত্রিমতায়, বিদ্বেষের

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ শিশুকালে শিক্ষক আমাদের দিয়েছিলেন শিক্ষা তাদের মতো এমন

আমি নেই, সে নেই

আমি নেই,সে নেই। লেখক: মোহাম্মদ রিফাত মন্ডল নিভৃত কথাগুলো কেন এত রহস্যময়? না-জানা বেদনা কেন এত ম্লানিমাময়? কী লুকিয়ে আছে

Leave a Reply