0
একদিন সুন্দরী কঙ্কা দেবী ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন তার স্বামী নিরঞ্জনকে কারা যেন মেরে ফেলেছে! এই স্বপ্ন দেখে সুন্দরী কঙ্কা দেবী ঘুমের মধ্যেই হা হুতাশ শুরু করলেন।খুব দ্রুত তার ঘুম ভেঙে গেল।ঘুম থেকে উঠে কঙ্কা স্বামী নিরঞ্জনকে খুঁজতে লাগলেন।কোথাও খুঁজে না পেয়ে গেলেন পথের ধারে শাপলার মাঠে। সেখানে গিয়ে দেখলেন তার স্বামী বসে আছে। তাকে দেখে তো কঙ্কা অবাক ; তুমি এখানে বসে আছ, অথচ আমি তোমাকে খুঁজে হয়রান।নিরঞ্জন বলল, কি হয়েছে? কঙ্কা বলল, আমি স্বপ্বে দেখেছি তুমি মারা গেছ! নিরঞ্জন বলল, স্বপ্ন দেখলেই সব সত্য হয়না।সুন্দরী কঙ্কা বাড়ী ফিরে এল।
এখন সে ঘুমাতে যাওয়ার আগে একটা কথা চিন্তা করেঃ আমি এমন স্বপ্ন দেখব যে স্বপ্নে কেউ তাকে মারেনা।
এখন সে ঘুমালেই সে স্বপ্ন দেখে।তার ঘুম নাকি অনেক ভাল হয়!
আরো পড়ুন-
- মৌলিক সংখ্যা কাকে বলে?
- উপাত্ত কাকে বলে?
- টুইট কাকে বলে?
- বাংলা সাহিত্যের পঞ্চপান্ডব
- মহাভারতের পঞ্চপান্ডব
0