0
আমি যাকে খুঁজি সে থাকে সাত সমুদ্র তের নদী পাড়ে। কবে সে আসবে, কবে এসে বলবে ভালবাসি? তাকে একবার না দেখলে আমি পাগল হয়ে যাই।তাকে একদিন দেখেছিলাম ফারাও উপদ্বীপে ফুল তুলতে, সেই যে গেল আর এলোনা।তাকে নিয়ে এত ব্যথা কেন? আমি বুঝি তার নামের মালা গাঁথি। এ মালা যেন গাঁথতেই চলি।
কতদিন খরগোশের সাথে কথা হয়না, হরিণের সাথে কথা হয়না।ভেবেছি একটি মোটা রঙের কাল হরিণ এনে আমার দুয়ারে বেঁধে রাখব যদি সে কথা কয়।
চাঁদের দেশে যেতে কার না মন চায় চায়, আমার শুধু মন চায় তাকে দেখতে, সে বুঝি রঙিন মোড়কে মোড়কিত।
শুনেছি আফ্রিকার জঙ্গলে অনেক ফুল পাওয়া যায়। না জানি সবচেয়ে সুন্দর ফুল কোনটি? সেটি যত দামিই হোক এক কোটি টাকা হলে এক কোটি, আর কেউ যদি বলে এক বলিয়ন লাগবে তাহলে এক বিলিয়ন তবুও তাকে আমার চাই।

0