0
এই পৃথিবীর এমন কোন জায়গা নেই যেখানে আমি যাইনি, যাইনি লন্ডন, যাইনি কুয়েত, যাইনি সাংহাই সেখানেও আমি গিয়েছি, শুধু যাইনি তোমার গুহে।সেখানে যাইনি কেন? কারণ, সেখানে গেলে যদি আমার কিছু হয়,আমি যদি খেই হারিয়ে ফেলি।না, না তোমার কিছু হবেনা, শুধু আমি তেমার চোখের দিকে চেয়ে থাকব , তুমি আমার চোখের দিকে চেয়ে থেকো, এই ভাবে দিন যাবে, মনে হবে স্বর্গের কোথাও হারিয়ে গেছি।
এই যে আমি তোমার চোখের দিকে চেয়ে থাকলাম, এবার তুমি আমার চেখের দিকে চাও।এই যে চাইলাম। এখন মনে হচ্ছে সত্যিসত্যিই স্বর্গের কোথাও আছি । এমন স্বর্গের দেখা আগে কেন পাইনি? আগে পাইলে তো আগে আসতাম।কারন, তুমি যে স্বর্গ চিনতে ভুল করেছ।তাহলে এখন থেকে এ আমার ভূ- স্বর্গ।
আরো পড়ুন-
- গৌতম বুদ্ধের শিক্ষা
- ইউটিউব থেকে আয় করার উপায়
- এডসেন্সের টাকা তোলার পদ্ধতি
- ছোটগল্প লেখার নিয়ম
- মোটিভেশনাল উক্তি
0