হাসান আজিজুল হকের জীবনী

play icon Listen to this article
0

হাসান আজিজুল হকের জন্ম ১৯৩৯ খ্রিষ্টাব্দে, ভারতের পশ্চিম বঙ্গের বর্ধমান জেলার যব গ্রামে।তিনি বাংলা দেশের একজন খ্যাতনামা কথা সাহিত্যিক।
গল্প, উপন্যাস, প্রবন্ধ এবং শিশু – কিশোর রচনা সহ তার রচিত ও প্রকাশিত গ্রন্থের সংখ্যা দুই ডজনেরও অধিক। হাসান আজিজুল হকের উল্লেখযোগ্য গল্প গ্রন্থ ‘আত্মজা ও একটি করবী গাছ ‘ও ‘জীবন ঘষে আগুন ‘,উপন্যাস ‘আগুন পাখি ‘ও ‘সাবিত্রী উপাখ্যান ‘এবং শিশু তোষ – গ্রন্থ ‘লালঘোড়া আমি ‘ ও ‘ ফুটবল থেকে সাবধান ‘ প্রভৃতি। সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি সহ নানা পুরষ্কারে ভূষিত হয়েছেন।
এছাড়াও রাষ্ট্রীয় স্বীকৃতি স্বরুপ পেয়েছেন একুশে ও স্বাধীনতা পদক।


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

তুমি -৪ (প্রেমের কবিতা)

যদি দেখ সূর্যটা পূর্ব আকাশ ছেড়ে পশ্চিম আকাশে উঠেছে তাহলে কেমন লাগবে?  তোমার অনেক খারাপ লাগবে। কেন? তোমার শুধু মনে

ওগো মোর তন্বী তনুলতা বহ্নিআঁখি

আমার মৃত্যুর পর' তুমি কি করবে?  শুধু কাঁদবে, অঝোর ধারায় কাঁদবে, তোমার শুধু মনে হবে, আমার মত কেউ নেই। না,না

বাবা- ৭ (বিবিধ কবিতা)

বাবার কথা ফেলতে নেই, বাবার কথা ফেললে অমঙ্গল হয়।আজ আমি বাবার একটি কথা ফেললাম, আজ আমার জীবনে অন্ধকার নেমে এসেছে।বাবা

ফুল – ৮

এই যে দেখ ফুল সে হাসছে আর হাসছে। হাসছে আর বলছে, "তুমি কবে আমার হবে, তুমি কবে আমার হবে?"  আসলে

Leave a Reply