আগুন জ্বলে কবিতা

1

আগুন জ্বলে

লেখক- নিয়ামত উল্লাহ আল আমিন

প্রথম প্রকাশ- ১৭ এপ্রিল ২০২৩

জ্বলে জ্বলে আগুন জ্বলে
দিন-দুপুরে রাতের ছলে,
বস্তি পুড়ে উজাড় হলে
মার্কেটেতে আগুন জ্বলে।

এলো এলো বাজারে এলো
দাম দেখে আর কেনা হলো,
শুণ্য হাতেই ফিরে গেলো
না খেয়ে যে মরণ হলো।

বন কেটে সব হলো মাঠ
শুকিয়ে গেলো পুকুর-ঘাট,
সুর্যিমামার তাপে ষাট
গরম হলো বাজার-হাট।

এলো বৈশাখ গিয়ে চৈত্র-ফাগুন
আলু,পটল আর সবজি-বেগুন,
বাজারের দাম হলো দ্বিগুন
দিন-দুপুরে জ্বলছে আগুন।

গরম গরম সবই গরম
সূর্যের তাপ পড়ছে চরম,
আগুন মোদের বন্ধু পরম
নাই যে তার লজ্জা-সরম।

 

 


আরো পড়ুন-


 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

1

Niyamat Ullah Al Amin

Author: Niyamat Ullah Al Amin

A Writer

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ভিক্টোরিয়া পার্ক

ভিক্টোরিয়া পার্কে কি হয়? সবাই প্রেম করে, একজন আরেকজনের গলা জড়িয়ে ধরে। জড়িয়ে ধরে কি কয়? তুমি আমার হও, তুমি

কাবার ইমাম ক্ষুব্ধ

[ez-toc]কাবার ইমাম ক্ষুব্ধ মোঃ রুহুল আমিন কাবার ইমাম ক্ষুব্ধ আজি কেনো জানেন ভাই? কাবায় এসে হাজিরা সব ছবি তোলছে তাই।

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতার ঘ্রাণ মোঃ রুহুল আমিন স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক

কবিতা রোজা আফছানা খানম অথৈ

রোজা আফছানা খানম অথৈ নীল আকাশে চাঁদ উঠেছে রোজা হবে কাল, আমরা সবাই রাখব রোজা শফথ করছি আজ। রোজা রাখব

Leave a Reply