ইসলামিক বা মুসলিম দেশে যত সব ভাস্কর্য / মুর্তি 

1

ইসলাম‌িক  বা মুসলিম দেশে যত সব ভাস্কর্য / মুর্তি

—————————————————————

পা‌কিস্তান , সৌ‌দি আর‌ব ও ইন্দো‌নে‌শিয়ার মত মুস‌লিম সংখ্যাগ‌রিষ্ঠ দে‌শে যারা ভ্রম‌ন/ব্যবসা‌য়িক/চাকু‌রির/কোন প্র‌য়োজ‌নে গি‌য়েছেন তারা দে‌খে থাক‌বেন , সেসব দে‌শেও বি‌ভিন্ন স্থা‌নে মুস‌লিম ম‌নি‌ষি/‌যোদ্ধা/‌বি‌শিষ্ট ব্য‌ক্তি‌দের সহ বি‌ভিন্ন বিখ্যাত ব্য‌ক্তি‌দের ভাষ্কর্য র‌য়ে‌ছে। মুস‌লিম দেশ হয়েও তা‌দের দে‌শে এসকল ভাষ্কর্য স্থান পে‌য়ে‌ছে।

ইসলা‌মে মু‌র্তি পূজা হল আল্লাহর সা‌থে শিরক করার সা‌থে সমতুল্য ও শিরক। তবুও কেন সেসব ইসলা‌মিক দে‌শের সরকার এস‌বের সম্ম‌তি দি‌য়ে থা‌কেন বা দি‌য়ে‌ছেন ? আমরা ই বা কেন তা‌দের‌কে অনুসরন কর‌তে যাব ? ম‌নের ভেতর যে কুসংস্কার, শ্রে‌ণি‌বৈষম্যের আর অহংকা‌রের মু‌র্তি বা ভাষ্কর্য আমরা তৈরী ক‌রে‌ছি তা‌কে কিভা‌বে আমরা ভাঙ্গব ?

মূলত , ভাষ্কর্য নির্ম াণ শিল্প সংস্কৃতির অংশ সুদুড় প্রাচীনকাল থেকেই চলে এসেছে তবে ইসলামিক দেশগুলোতে বি‌ভিন্ন স্থা‌নে মুস‌লিম ম‌নি‌ষি/‌যোদ্ধা/‌বি‌শিষ্ট ব্য‌ক্তি‌দের সহ বি‌ভিন্ন বিখ্যাত ব্য‌ক্তি‌দের ভাষ্কর্য নির্মানের পেছনে কারণ হল আল্লাহর সাথে শিরক হয় এমন বিষয় ছাড়া যে কোন বিষয়ে ভাষ্কর্য নির্ম াণ করা যেতেই পারে তাছাড়া সেসব ইসলামিক দেশগুলোর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ( আমাদের দেশের ইসলামিক ফাউন্ডেশন এর মত প্রতিষ্ঠান রয়েছে ) এসব  ভাষ্কর্য নির্ম াণ এর বিষয়ে সুস্পষ্ট কারণ উল্লেখ করে মতামত প্রকাশ করেছে।

(*) সবার জানার জন্য কিছু ছ‌বি ইন্টার‌নেট থে‌কে সংগ্রহ ক‌রে শেয়ার করলাম। কাউ‌কে ছোট বা হেয় বা ভুল প্রমা‌নিত করার অ‌ভিপ্রা‌য়ে নয়।

– জা‌হিদ আহ‌মেদ ও তার স্মৃ‌তি প‌রিষদ।

FB IMG 1669227019987

 

FB IMG 1669227023252

 

FB IMG 1669227026638

 

FB IMG 1669227029802

 

FB IMG 1669227032754

 

FB IMG 1669227035806

 

FB IMG 1669227043252

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

1

Zahid Ahmed /জা‌হিদ আহমেদ

Author: Zahid Ahmed /জা‌হিদ আহমেদ

সম্ভ্রান্ত মুস‌লিম মধ্য‌বিত্ত প‌রিবা‌রে জন্ম নি‌য়ে জীবণ ও বাস্তবতা‌কে খুব কাছ থে‌কে দেখার সু‌যোগ হ‌য়ে‌ছে। মানু‌ষের সা‌থে নী‌বিড়ভা‌বে মিশ‌তে পারার দক্ষতা‌কে কা‌জে লা‌গি‌য়ে জীবণ সম্প‌র্কে সূক্ষ্ম দার্শ‌নিকতা ও বস্তুগত পার্থক্য ঊপল‌ব্ধিতায় সর্বদা জীবণ , চ‌রিত্র ও মান‌বিকতার মা‌নে‌ান্নয়ন করার চেষ্টা ক‌রে যা‌চ্ছি। আমার কা‌ছে জীবণ অর্থ কখনও যুদ্ধ কখনও অর্থ নদী। স্বপ্ন হাজার , সফলতা ক্ষীণ কিন্তু চেষ্টায় অব্যর্থ।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ফুল (৯)

কাল যে ফুলটি ফুটেছে আজ সে ফুলটি ফোটেনি । সে ফুলটির নাম 'সুন্দর '। সে ফুলটি তুমি আমাকে দিলে, আমি

ও আমার অনাগতা প্রিয়া

একদিন একজনকে আমি  বলেছিলাম, এই আমাকে একটি ফুল দাওতো।সে আমাকে একটি ফুল দিয়েছিল।আজ আমার ভীষণ তাকে মনে পড়ছে।মন চাচ্ছে তাকে

ডায়না (৩)

ডায়না ডায়না ডায়না কোন কথা কয়না একবার না দেখিলে মনে হয় কতদিন দেখা হয়না।   ঘুম থেকে উঠে সাতটায় হাতমুখ

পড়ছে মনে মাকে

  পড়ছে মনে ভীষণ ভাবে প্রবাসে আজ মাকে, এই প্রসাবে কে আমায় বলো খোকা বলে ডাকে। মাকে ছেড়ে বাবার ছেড়ে

Leave a Reply