পুলিশ হোক জনতার

0

পুলিশ হোক জনতার
মোঃ রুহুল আমিন

=================
পুলিশ দেশের এক সাহসী
দক্ষ নির্ভীক সৈনিক,
নিরাপত্তা ও আইন শৃঙ্খলা
রক্ষায় লড়ে দৈনিক।

বঙ্গবন্ধুর …আহ্ববানে তাই
পুলিশ অস্ত্র ধরে,
প্রথম পুলিশ পাক বাহিনীর
উপর আঘাত করে।

স্বাধীনতার সেই… ভয়াল দিন
সবাই সোচ্চার ছিলো,
বাংলার পুলিশ ……..রক্তক্ষয়ী
যুদ্ধে জীবন দিলো।

পুলিশ দেশের আইন-কানুন
বজায় রাখতে সক্ষম,
দেশ বিদেশে……সুনাম রটে
তারা নয়তো অক্ষম।

পুলিশ নিরাপত্তা…. রক্ষায়
সর্বদা বাস্ত থাকে,
বহির্বিশ্বে দেশের…. উজ্জ্বল
ভাবমূর্তি ঠিক রাখে।

পুলিশ সন্ত্রাস দমন করছে
বুদ্ধিমত্তার সাথে,
আধুনিক সব গোলাবারুদ
আছে তাদের হাতে।

পুলিশ দেশের বিশেষ সংকট
কালে নিবিড় থাকে,
দেশের কাজে দেশ রক্ষায় যে
জীবন বাজি রাখে।

পুলিশ করুক দেশের সেবা
আদর্শের ওই গুণে,
জণগণের পাশে…… থাকুক
বিপদ আপদ শুনে।

মহান পোশাক গায়ে জড়ায়
রাখবে মানটা তবে,
বৈশ্বিক বিশ্বে বাংলার পুলিশ
সবার উর্ধ্বে রবে।

 


আরো দেখুন-


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ভিক্টোরিয়া পার্ক

ভিক্টোরিয়া পার্কে কি হয়? সবাই প্রেম করে, একজন আরেকজনের গলা জড়িয়ে ধরে। জড়িয়ে ধরে কি কয়? তুমি আমার হও, তুমি

কাবার ইমাম ক্ষুব্ধ

[ez-toc]কাবার ইমাম ক্ষুব্ধ মোঃ রুহুল আমিন কাবার ইমাম ক্ষুব্ধ আজি কেনো জানেন ভাই? কাবায় এসে হাজিরা সব ছবি তোলছে তাই।

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতার ঘ্রাণ মোঃ রুহুল আমিন স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক

কবিতা রোজা আফছানা খানম অথৈ

রোজা আফছানা খানম অথৈ নীল আকাশে চাঁদ উঠেছে রোজা হবে কাল, আমরা সবাই রাখব রোজা শফথ করছি আজ। রোজা রাখব

Leave a Reply