ফুল ফাগুন

2

ফুল ফাগুনের রং লেগেছে

ফুলকলি আর তরুশাঁখে,

পিয়াল বনে মন ছুটে যায়

গান পাপিয়ার সুর ডাকে।।

রাঙা রঙন,অশোক ফুলে

ফুলের কানন উঠলো দুলে,

বৌ কথা কও, বুলবুলে-

শিস দিলো ঐ শিমুল শাঁখে।।

গুলমোহরের চিরল পাতায়,

চৈতী হাওয়া দোল দিয়ে যায়-

সেই সে পেলব চৈতী হাওয়ায়;

লাগলো নাচন গুলবাগে।।

রাঙা শিমুল পলাশ বনে,

নবীন ফোটা কুসুম সনে,

গান পাপিয়া আনমনে

গাইলো কি গান অনুরাগে।।

চৈতী সাঝেঁ গগন মাঝে,

কার যে সুরের বেনু বাজে

সন্ধ্যা বধূ মায়ার লাজে-

সাজলো রঙিন ফাগে।।

 


আরো পড়ুন-


 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

2

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গল্প এক পুরুষ বারো বিয়ে আফছানা খানম অথৈ

  গল্প এক পুরুষ বারো বিয়ে আফছানা খানম অথৈ গরীব কৃষকের মেয়ে তাছলিমা প্রাথমিক শিক্ষা শেষ করেছে।আভাব অনটনের সংসার তাই

কবিতা শ্রেষ্ঠ নবী আফছানা খানম অথৈ

কবিতা শ্রেষ্ঠ নবী আফছানা খানম অথৈ নুরের নবী দয়ার ছবি এলেন দুনিয়ায়, আলোকিত করলেন সমস্ত দুনিয়া। নুরের নবী দয়ার খনি

ছলনা

ভালবাসি বললে ভুল হয়। বলতে হয় ঘৃণা করি।কারন, ভালবাসার নামে তুমি যা দিয়েছ সব ছলনা। তুমি এমন ভালবাসা কেন দিলে

ভিক্টোরিয়া পার্ক

ভিক্টোরিয়া পার্কে কি হয়? সবাই প্রেম করে, একজন আরেকজনের গলা জড়িয়ে ধরে। জড়িয়ে ধরে কি কয়? তুমি আমার হও, তুমি

Leave a Reply