সোনায় ভরা এ বাংলাদেশ

0
সোনায় ভরা এ বাংলাদেশ
মোঃ রুহুল আমিন
স্বাধীনতার ঐ সূর্য আলো
পড়বে পূর্ব দেশে,
আপন দেশে সকল জনে
রবো রাজার বেশে।
বন্দি খাঁচার কপাট খুলে
স্বাধীন মোরা হবো,
আপন দেশে জনের সাথে
বুক ফুলিয়ে রবো।
সোনায় ভরা এ বাংলাদেশ
আছে রত্নের খনি,
আমার দেশের গভীর তলে
হীরা কাঞ্চন মণি।
হাজার নদীর এ বাংলাদেশ
কোথায় খুঁজে পাবে,
আমার দেশে শ্যামল ছায়ায়
হৃদয় জুড়ে যাবে।
বাংলাদেশের মাটিতে ভাই
সোনা ফসল ফলে,
খালে বিলে মাছের বাহার
ইলিশ পদ্মার জলে।

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কায়িক শ্রমিক

কায়িক শ্রমে শ্রম বিকিয়ে ভাতের গন্ধ পাই, দুমুঠো ভাত জোগাড় করতে কত হিমশিম খাই। পেটের দায়ে --ঘাম ঝরিয়ে টাকা কামাই

প্রবাসীরা সোনার ছেলে

প্রবাসীরা সোনার ছেলে মোঃ রুহুল আমিন সোনার ছেলে আপন ছেড়ে প্রবাসে দেয় পাড়ি, জীবন মরণ লড়াই করে টাকা পাঠায় বাড়ি।

উপন্যাস পর্ব তিন মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ

উপন্যাস পর্ব "তিন" মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ পরদিন শান্তা ক্লাশে যাচ্ছে ঠিক তখনি ছাত্রনেতা ভুট্টো এসে

সোনার ছেলে চাই

সোনার ছেলে হবার জন্য চলো স্কুলে যাই, সবার আগে সোনার ছেলে হতে আমি চাই। লেখাপড়া শিখলে সেতো সোনার ছেলে হবে,

Leave a Reply