মিটু সর্দার

User banner image
User avatar
  • মিটু সর্দার

Display Name :
মিটু সর্দার
পরিচয় বা, বিবরণ :
মোঃ আকাইদ-উল-ইসলাম (মিটু সর্দার)। ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের অন্তর্গত বড়মুড়া গ্রামে ১৯৮৭ সালের ১০ই নভেম্বর, এক সম্ভান্ত্রশালী মুসলিম পরিবারে কবির জন্ম। কবির পিতার নাম নূরুল ইসলাম (মাষ্টার) আর পিতামহের নাম আলতাব আলী সর্দার। কবির চার ভাই এবং দুই বোন। কবি যখন ছোট তখন মা এবং বড় ভাইকে হারান। ভাইবোনের মধ্যে কবি তৃতীয় এবং ভাইদের মধ্যে দ্বিতীয়। কবির যৌথ কাব্যগ্রন্থ "অনুভবের সব রঙে তুমি, রমজান সংকলন, কাব্যের উঠোনে শব্দ নাচে, ইত্যাদি। কবির একক কাব্যগ্রন্থ " স্মৃতির পাতা" ২০২২ সালে একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়। অনলাইন ভিত্তিক বিভিন্ন সাহিত্য গ্রুপ থেকে শতাধিক সনদপত্র দিয়ে ভূষিত করা হয়। কবির ছোট বেলা থেকেই কবিতা লিখা সখ । স্কুল জীবন থেকে মাঝেমধ্যে কবিতা লিখতেন। কবি গ্রামের অন্যায়, অবিচার, নির্যাতন, জোরজুলুমের বিরুদ্ধে প্রতিবাদী লিখা লিখতেন। বর্তমানের কবি জীবিকার তাগিদে সৌদি আরব একটি কোম্পানিতে ডকুমেন্টস কন্ট্রোলার হিসেবে কর্মরত করছেন।