বাংলা শব্দের অর্থ

গ্রন্থকার অর্থ কি?

গ্রন্থকার শব্দের অর্থ বা, সমার্থক শব্দ হচ্ছে-  গ্রন্থকর্তা, রচয়িতা, লেখক, রচক, রচনাকারী ইত্যাদি। গ্রন্থকার বলতে আমরা এমন এক ব্যক্তিকে বুঝি যিনি গ্রন্থ রচনা করেন। এটি  বিশেষ্য পদ। গ্রন্থকার নামে একটি প্রকাশনা সংস্থাও আছে।

  • বাংলাদেশ সরকারের একটি ওয়েবসাইট আছে, গণগ্রন্থাগার অধিদপ্তর নামে। সেই ওয়েবসাইট ভিজিট করলে অনেক গ্রন্থ এবং গ্রন্থকারের সন্ধান পেতে পারেন
  • এছাড়া ধর্মগ্রন্থ এবং বিভিন্ন ধর্মবিশ্বাসের প্রতি আপনার আগ্রহ থাকলে আমাদের ওয়েবসাইটের ধর্ম নিয়ে লেখাগুলো ভিজিট করে দেখতে পারেন

 

লেখালেখির প্রতি যদি আপনার আগ্রহ থাকে, তাহলে লেখক ডট মি তে আপনার লেখাগুলো প্রকাশ করতে পারেন। এছাড়া আমাদের একটি ফ্রি কোর্স আছে, কোর্সটি কমপ্লিট করেও অনেক কিছু শিখতে পারবেন।

 

আরো পড়ুন-