ব্যাঙ শব্দের অর্থ হচ্ছে ভেক বা, মন্ডূক। ব্যাঙ হচ্ছে একটি মেরুদন্ডী, উভচর প্রাণী। প্রাকৃতিক জলাশয়ের আশেপাশে কুনো ব্যাঙ, সোনাব্যাঙ এবং আরো কিছু ধরণের ব্যাঙ দেখা যায়।
- এরা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়- এই বৈশিষ্ট্যটা মাছের মতো
- ব্যাঙের সর্দি বাগধারার অর্থ হচ্ছে অসম্ভব ঘটনা
- বাংলাদেশের অবাঙালি পাহাড়িরা অনেকে ব্যাঙের মাংস খেতে খুব পছন্দ করেন
ব্যাঙের শরীরে আইশ থাকে না। এরা শীতল রক্তের প্রাণী এবং ডিম পেড়ে বংশবিস্তার করে। ব্যাঙাচি নামে এক ধরণের দশা এদের জীবনচক্রে দেখা যায়।
আরো পড়তে পারেন-